মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ইতিহাস বিকৃতির চেষ্টা আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক

ইতিহাস বিকৃতির চেষ্টা আওয়ামী লীগের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জিয়াউর রহমানের নাম মুছে ফেলার মাধ্যমে আওয়ামী লীগ ইতিহাস বিকৃতির চেষ্টা করছে। এটা ক্ষমতাসীনদের প্রতিহিংসার রাজনীতির ধারাবাহিকতা। আসলে দুর্নীতি-লুটপাট থেকে দৃষ্টি ফেরাতেই সরকার এই কাজ করেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। পুরাতন ঢাকার মোগলটুলিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম বাদ দিয়ে মোগলটুলি উচ্চ বিদ্যালয় করার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ ডাকা হয়। সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা ইতিহাস সৃষ্টি করব, যাদের হাতে সাইনবোর্ড খোলা হচ্ছে তাদেরই আবার সেই সাইনবোর্ড লাগাতে হবে। এই বাংলাদেশে বাস করতে হলে, ঢাকা শহরে বাস করতে হলে তাদেরকে ঢাকায় জিয়াউর রহমানের সাইনবোর্ড লাগাতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য রাখেন।

 সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর