সোমবার, ১৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

করোনা মোকাবিলায় একসঙ্গে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক

করোনা মোকাবিলায় একসঙ্গে কাজ করতে হবে

ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠনে প্রয়োজনীয় বরাদ্দের অনুরোধ জানিয়ে সরকারকে করোনা মোকাবিলায় হিংসা-বিদ্বেষ ত্যাগ করে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল দুপুরে ‘করোনা পরিস্থিতি ও জনজীবনের সংকট’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি              সরকারের প্রতি এ আহ্বান জানান। ভার্চুয়াল এ সংবাদ সম্মেলন পরিচালনা করেন রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ভূঁইয়া।

ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনার ভ্যাকসিন তৈরির প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, শুধু আইসিইউর সংখ্যা বৃদ্ধি করলে চলবে না। ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যেন তারা প্রয়োজনীয় সেবা দিতে পারেন। পাশাপাশি পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করতে হবে এবং রোগীদের সুবিধার্থে অক্সিজেনের ওপর ভ্যাটের হার কমিয়ে আনতে হবে। ভ্রাম্যমাণ মেডিকেল টিমের মাধ্যমে করোনার প্রাথমিক চিকিৎসা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আশা ব্যক্ত করে ডা. জাফরুল্লাহ বলেন, শুধু টাকা-পয়সা নয়, ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবকেরও প্রয়োজন। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশবিদ অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, শেখ রফিকুল ইসলাম বাবলু, নাঈম জাহাঙ্গীর, জোনায়েদ সাকি, সাবেক ভিপি নূরুল হক নূর, অ্যাডভোকেট হাসনাত কাইউম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর