সোমবার, ৩ মে, ২০২১ ০০:০০ টা

খালেদা জিয়া বাসায় ফিরতে পারেন বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

আগামী বৃহস্পতিবার হাসপাতাল ছেড়ে বাসায় ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুই দিন সরকারি ছুটির কারণে তার পরীক্ষা-নিরীক্ষা পিছিয়ে গেছে। এ কারণে আরও কয়েকদিন তাঁকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে থাকতে হবে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।  

সাবেক এই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। করোনার কোনো উপসর্গ তাঁর শরীরে নেই। তবে তাঁর হাসপাতাল ছেড়ে বাসায় যাওয়ার বিষয়টি নির্ভর করবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। তারা যখন মনে করবেন যে, অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি হাসপাতাল ছেড়ে বাসায় যেতে পারেন। তখনই তিনি বাসায় যাবেন। এদিকে জানা গেছে, চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর আবারও নতুন করে বেশ কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন। এসব টেস্টের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নতুন করে কিছু বলা যাবে না। তিনি আরও বলেন, পরীক্ষা-নিরীক্ষা চলছে। আজ (গতকাল) ডাক্তাররা তাঁকে দেখেছেন। কালও (আজ) কিছু পরীক্ষা হবে। শুক্র ও শনিবার ছুটি থাকার কারণে স্বাস্থ্য পরীক্ষার অগ্রগতি কিছুটা পিছিয়ে গেছে। গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। তার করোনা টেস্টের ফলাফল পজিটিভ আসে। গত ২৭ এপ্রিল তাকে এভারকেয়ারে ভর্তি করা হয়।  সেখানে তাঁর জন্য অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

সর্বশেষ খবর