শনিবার, ৮ মে, ২০২১ ০০:০০ টা

হেফাজত নেতা জাকারিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আরও দুই নেতা শাহীনুর পাশা ও ইয়াকুব গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ প্রতিনিধি

হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক যুবতী। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী থানায় ওই মামলা হয়। মামলায় জাকারিয়াকে একমাত্র আসামি করা হয়েছে। এ ছাড়া হেফাজত নেতা সাবেক এমপি শাহীনুর পাশা ও ইয়াকুবকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক বলেন, ‘হেফাজতের কেন্দ্রীয় নেতা জাকারিয়ার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে এক নারীকে টানা ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এরই মধ্যে মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।’ এসপি বলেন, ‘গ্রেফতার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকারিয়া একাধিক নারীর সঙ্গে তার বিবাহবহির্ভ‚ত সম্পর্কের কথা স্বীকার করেছেন। এসব অবৈধ সম্পর্কের জন্য তিনি দুঃখও প্রকাশ করেছেন। যেসব নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের কথা স্বীকার করেছেন তাদের একজন মামলা দায়ের করা ওই নারী।’ এদিকে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেফতার করেছে সিআইডি। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর বনকলাপাড়ায় আব্বাসী জামে মসজিদ থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহীনুর পাশাকে ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি এবং সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য। অপরদিকে ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের ঘটনায় অভিযুক্ত হেফাজতে ইসলাম নেতা মাওলানা গাজী ইয়াকুব উসমানী (৪৪) গ্রেফতার হয়েছেন। গত বৃহস্পতিবার বিকালে তাকে ফেনী থেকে গ্রেফতার করা হয়। মামলার পর থেকে তিনি পালিয়ে ছিলেন। ইয়াকুব উসমানী হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির সাবেক সহকারী প্রচার সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস সরাইল উপজেলা শাখার সভাপতি মো. আবু তাহেরসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশের বিশেষ শাখা থেকে জানানো হয়েছে।

নারায়ণগঞ্জে ছাত্রদল নেতার স্বীকারোক্তি : হেফাজতে ইসলামের হরতালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সহিংসতার ঘটনায় ছাত্রদল নেতা জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মনিরুল ইসলাম জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর