সোমবার, ২৮ জুন, ২০২১ ০০:০০ টা

টিকা কার্যক্রম আর বন্ধ হবে না

নিজস্ব প্রতিবেদক

টিকা কার্যক্রম আর বন্ধ হবে না

শিগগিরই বিভিন্ন উৎস থেকে করোনাভাইরাস প্রতিরোধে টিকা পাওয়া যাবে জানিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আগামীতে টিকা কার্যক্রম বন্ধ রাখতে হবে না। মডার্নার টিকা আমরা ২৫ লাখ পাচ্ছি। সেটা অল্প দিনেই চলে আসবে। চীন থেকে টিকা আমরা তাড়াতাড়ি পেয়ে যাব বলে আশা রাখি। রাশিয়ার সঙ্গেও হয়তো আমরা চুক্তি সমাপ্ত করতে পারব।’ গতকাল সচিবালয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের আওতাধীন দফতর/সংস্থার সঙ্গে ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে গেছে। ইতিমধ্যে ৫-৬ হাজার শয্যা পূর্ণ হয়ে আছে। আপনারা পরবর্তী পরিস্থিতি কীভাবে মোকাবিলা করবেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সংকট এড়ানোর জন্যই তো লকডাউন দেওয়া হচ্ছে। আমাদের এখনো চিকিৎসা দেওয়ার যথেষ্ট ব্যবস্থা আছে। আমাদের ১২-১৫ হাজার শয্যা সারা দেশে করোনা চিকিৎসার জন্য তৈরি করা আছে। হাইফ্লো ন্যাজাল ক্যানোলা অনেক আছে। সরকারি-বেসরকারিভাবে প্রায় ১ হাজার ৬০০ অক্সিজেন কনসেনট্রেটর আছে। ওষুধের কোনো ঘাটতি নেই। সেটা থেকে আমরা মনে করি, সহনীয় পর্যায়ে আছি। আমাদের এখন থেকেই নিয়ন্ত্রণে আনতে হবে। আমাদের যদি লাখ লোক আক্রান্ত হয়ে যায় তবে তো কষ্ট হবেই। সেজন্য লকডাউন দিয়ে নিয়ন্ত্রণে আনতে হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর