রবিবার, ২৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ডিসেম্বরের মধ্যে স্বাভাবিক হবে পরিস্থিতি

------- ড. বিজন কুমার শীল

ডিসেম্বরের মধ্যে স্বাভাবিক হবে পরিস্থিতি

অণুজীববিজ্ঞানী ড. বিজন কুমার শীল বলেছেন, করোনার আর নতুন ঢেউয়ের শঙ্কা নেই। ডেল্টা ভ্যারিয়েন্টের মতো অন্য কোনো ভ্যারিয়েন্ট অতটা সুবিধা করতে পারবে না। ডিসেম্বরের মধ্যে দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আমি মনে করি। তবে  করোনাভাইরাস পৃথিবী থেকে বিদায় হবে না। সাধারণ ফ্লুর মতো বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন দেশে দেখা দেবে। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ফ্লু ভাইরাসের মতো মিউটেশন করেছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এতে উপসর্গগুলোও আগের ভ্যারিয়েন্টগুলোর চেয়ে আলাদা হয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত মানুষের গলা ব্যথা, হাঁচি, নাক দিয়ে পানি পড়ার মতো উপসর্গ দেখা দিয়েছে। এতে মানুষ বিভ্রান্ত হয়েছে। অনেকেই সাধারণ ফ্লু ভেবে টেস্ট করায়নি। এতে সংক্রমণ ছড়ানোর সুযোগ পেয়েছে ভাইরাস। এ ভ্যারিয়েন্ট শরীরে প্রবেশ করে প্রচুর ভাইরাস তৈরি করেছে। এতে হাঁচির সময় অনেক বেশি পরিমাণে ভাইরাস ছড়িয়ে পড়েছে। ফলে সংক্রমণ ছড়ানোর সক্ষমতা বেড়েছে। আলফা, গামা ভ্যারিয়েন্টে এ ধরনের বিষয় না থাকায় তেমন একটা সুবিধা করতে পারেনি।

এই অণুজীববিজ্ঞানী আরও বলেন, ডেল্টার মিউটেশনের মতো অন্য ভ্যারিয়েন্ট এত শক্তিশালী মিউটেশন করতে পারবে না। ফলে ডিসেম্বরের মধ্যে ডেল্টা আর নতুন কোনো বাহক (হোস্ট) খুঁজে না পেয়ে আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে আসবে। ২-৩ শতাংশ হয়তো কোথাও কোথাও থাকতে পারে। এজন্য টিকা দেওয়ায় জোর দিতে হবে।

সর্বশেষ খবর