সোমবার, ৩০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

কাতারে কোয়ারেন্টাইন শেষে চট্টগ্রামে আসবেন আফগান শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম

কাতারের দোহায় কোয়ারেন্টাইন শেষ করে বাংলাদেশে ফিরবেন চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের আফগান শিক্ষার্থীরা। নিজ দেশ আফগানিস্তানে ছুটিতে যাওয়া এসব শিক্ষার্থীকে উদ্ধার করে দোহায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা কাতার সরকারের নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইন পালন করছেন। এদিকে আফগানিস্তানে আটকে পড়া নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ। 

চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ডেপুটি রেজিস্ট্রার সানাউল  করিম চৌধুরী বলেন, ‘আফগান শিক্ষার্থীরা কখন বাংলাদেশে ফিরতে পারবে তা আমাদের জানা নেই। তবে তারা এখন কাতারে কোয়ারেন্টাইন পালন করছে। কোয়ারেন্টাইন শেষ হওয়ার পর তাদের বাংলাদেশে পাঠানো হবে। এখনো পর্যন্ত তাদের ফেরার তারিখ নির্ধারণ হয়নি। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন কর্তৃপক্ষ।’ প্রসঙ্গত, চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ১৬০ জন শিক্ষার্থী ছুটি কাটাতে গিয়েছিলেন আফগানিস্তানে। তালেবান দেশটির ক্ষমতা দখলের পর আটকে যান ওই শিক্ষার্থীরা। এরপর তাদের উদ্ধার করে কাতারে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সরকার। একই সঙ্গে তাদের নিরাপদে  ফেরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের পরিস্থিতি বাংলাদেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। গত ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরের কাছে বোমা হামলায় নিহতদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় বাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশ সরকার সেখানে আটকে থাকা প্রায় ২০ জন বাংলাদেশিকে  ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন করেছে। বাংলাদেশের নাগরিকসহ সব বিদেশি নাগরিকের নিরাপদ প্রস্থান সহজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে বাংলাদেশ। বিবৃতিতে আরও বলা হয়, আমরা আশা করছি, অনুকূল পরিবেশ তৈরি হলে উন্নয়নকর্মীরা আফগানিস্তানে ফিরে যেতে পারে। বাংলাদেশ এই সময় সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানায়। শিগগিরই আফগানিস্তান পরিস্থিতি স্বাভাবিক ও শান্তি ফিরে আসার প্রত্যাশা করছে বাংলাদেশ।

সর্বশেষ খবর