করোনাভাইরাস সংক্রমণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সাংগঠনিক কার্যক্রম শুরু হতেই পরবর্তী করণীয় ঠিক করতে নেতাদের সিরিজ বৈঠকে ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টাদের সঙ্গে আজ থেকে তিন দিনের এই সিরিজ বৈঠক শুরু হচ্ছে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও আন্দোলনের বিষয়ে নেতাদের মতামত নেওয়া হবে। বৈঠকে ভার্চুয়ালে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরাও থাকবেন। প্রথম দিন ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা পর্যায়ের ৭০ জন নেতা বৈঠকে থাকবেন বলে বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমাদের কী করণীয় সেসব বিষয়ে নেতাদের মতামত নিতে এ বৈঠক ডাকা হয়েছে।’ জানা যায়, আগামীকাল দ্বিতীয় দিন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সহ-সম্পাদকদের সঙ্গে বৈঠক হবে। শেষ দিন বৃহস্পতিবার দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের বৈঠক। প্রতিদিনই বেলা সাড়ে ৩টায় শুরু হবে বৈঠক। এসব বৈঠক হবে রুদ্ধদ্বার। এদিকে রবিবার থেকে বিএনপির সাংগঠনিক কার্যক্রমও শুরু হয়েছে। রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর অফিস খুলেছে পুরোদমে। দলের দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, বিশ্বব্যাপী কভিড-১৯ মহামারীর পরিপ্রেক্ষিতে বিএনপির যে সাংগঠনিক কার্যক্রম ও প্রক্রিয়া স্থগিত রাখা হয় তা বাস্তবতার নিরিখে পুনরায় চালু করার সিদ্ধান্ত হয়েছে। দলের সর্বস্তরের নেতা-কর্মীদের সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার আগে ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সর্বশেষ বৈঠক হয়েছিল। চেয়ারপারসন কারাবন্দী হওয়ার পর তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার বিভিন্ন সময়ে দলের নানা স্তরের নেতাদের নিয়ে সিরিজ বৈঠক করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে এটিই প্রথম সিরিজ বৈঠক।
শিরোনাম
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টাদের সঙ্গে আজ বৈঠক করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর