করোনাভাইরাস সংক্রমণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সাংগঠনিক কার্যক্রম শুরু হতেই পরবর্তী করণীয় ঠিক করতে নেতাদের সিরিজ বৈঠকে ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টাদের সঙ্গে আজ থেকে তিন দিনের এই সিরিজ বৈঠক শুরু হচ্ছে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও আন্দোলনের বিষয়ে নেতাদের মতামত নেওয়া হবে। বৈঠকে ভার্চুয়ালে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরাও থাকবেন। প্রথম দিন ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা পর্যায়ের ৭০ জন নেতা বৈঠকে থাকবেন বলে বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমাদের কী করণীয় সেসব বিষয়ে নেতাদের মতামত নিতে এ বৈঠক ডাকা হয়েছে।’ জানা যায়, আগামীকাল দ্বিতীয় দিন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সহ-সম্পাদকদের সঙ্গে বৈঠক হবে। শেষ দিন বৃহস্পতিবার দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের বৈঠক। প্রতিদিনই বেলা সাড়ে ৩টায় শুরু হবে বৈঠক। এসব বৈঠক হবে রুদ্ধদ্বার। এদিকে রবিবার থেকে বিএনপির সাংগঠনিক কার্যক্রমও শুরু হয়েছে। রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর অফিস খুলেছে পুরোদমে। দলের দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, বিশ্বব্যাপী কভিড-১৯ মহামারীর পরিপ্রেক্ষিতে বিএনপির যে সাংগঠনিক কার্যক্রম ও প্রক্রিয়া স্থগিত রাখা হয় তা বাস্তবতার নিরিখে পুনরায় চালু করার সিদ্ধান্ত হয়েছে। দলের সর্বস্তরের নেতা-কর্মীদের সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার আগে ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সর্বশেষ বৈঠক হয়েছিল। চেয়ারপারসন কারাবন্দী হওয়ার পর তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার বিভিন্ন সময়ে দলের নানা স্তরের নেতাদের নিয়ে সিরিজ বৈঠক করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে এটিই প্রথম সিরিজ বৈঠক।
শিরোনাম
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টাদের সঙ্গে আজ বৈঠক করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর