শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

দিল্লির আদালতে গোলাগুলি

হামলাকারীসহ নিহত ৩

প্রতিদিন ডেস্ক

ভারতের দিল্লির আদালত কক্ষে দুই পক্ষের গোলাগুলিতে হামলাকারীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল দুপুরের এ ঘটনায় আহত হন কয়েকজন। উভয়পক্ষের সংঘর্ষে দিল্লির কুখ্যাত সন্ত্রাসী মোস্ট ওয়ান্টেড জিতেন্দ্র  গোগীর মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, উত্তর দিল্লির রোহিনীতে আদালত কক্ষের মধ্যেই বিবদমান দুই দলের মধ্যে গোলাগুলি শুরু হয়। তারা আইনজীবীর পোশাক পরে আদালত কক্ষে প্রবেশ করে। গোলাগুলির শব্দে ভিতরে এবং বাইরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাইরে থাকা পুলিশের সদস্যরা পাল্টা গুলি ছোড়ে। আদালত চত্বরে কমপক্ষে ৩৫ থেকে ৪০ রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। গোলাগুলিতে সেখানে কর্মরত এক নারী আইনজীবীও আহত হন। এনডিটিভির  খবরে বলা হয়েছে, সন্ত্রাসী গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত মার্চে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। আদালতে হাজির করার পর বিরোধীপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে বলে জানিয়েছে পুলিশ। আদালতে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর