জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ নিজে উইকেটে থাকার পরও দলকে জেতাতে পারলেন না। ‘ডু অর ডাই’ ম্যাচে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেল ৩ রানে।
শেষ বলের আগ পর্যন্ত ম্যাচ বাংলাদেশের হাতেই ছিল। কারণ, শেষ বলে দরকার ছিল ৪ রান। বাউন্ডারি হাঁকালেই বিজয়ের আনন্দে মেতে উঠত লাল-সবুজরা। কিন্তু আন্দ্রে রাসেলের বলটি ডট দিলেন ক্যাপ্টেন নিজে। তবে মাহমুদুল্লাহ মনে করেন, ১৯তম ওভারেই ম্যাচটি অনেকটা হাতছাড়া হয়ে গেছে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘লিটনের আউটটি ছিল খুবই ক্রুুশিয়াল। ১৯তম ওভারের শেষ বলটি ছক্কা হলে শেষ ওভারে কোনো চাপ থাকত না। তখন অনায়াসে জেতা যেত।’
কাল দারুণ ব্যাটিং করেছেন লিটন। কিন্তু ৪৩ বলে খেলেছেন ৪৪ রানের ইনিংস। কিন্তু শেষ পর্যন্ত দলকে জেতাতে না পারায় তার ইনিংস
যেন অর্থহীন হয়ে গেল। বাংলাদেশের ইনিংসের ১৯তম ওভারে হোল্ডারের বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন। এরপর নাটকীয় শেষ ওভারে সব শেষ হয়ে যায়। ব্যাটে বলে ঠিকঠাক করতেই পারছিলেন মাহমুদুল্লাহ। জয়ের দারুণ সুযোগটা নষ্ট হয়ে গেল। এই হারে দুই ম্যাচ আগেই সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে পড়ল বাংলাদেশ।