শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

দুই বাসের চাপায় প্রাণ গেল শিশুর

বাস থেকে ফেলে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মগবাজারে আজমেরী গ্লোরী লিমিটেডের দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল রাকিব (১৪) নামে এক শিশুর। গতকাল বিকাল ৫টার দিকে মগবাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এদিকে রাজধানীর ওয়ারীতে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে ইরফান আহমেদ (৪৮) নামে এক যাত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ভাড়া নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে বাস থেকে ধাক্কা দিলে নিচে পড়ে যান ইরফান। এ সময় গাড়িচাপায় তিনি নিহত হন। শিশু রাকিবের মৃত্যুর বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকালে মগবাজারে মাস্ক বিক্রি করছিল রাকিব। এ সময় সিগন্যাল ছেড়ে দিলে আজমেরী গ্লোরী পরিবহনের দুটি বাস প্রতিযোগিতা করে দ্রুতগতিতে সামনে চলে আসতে থাকে। দুটি বাসের মাঝখানে পড়ে যায় রাকিব। মুহূর্তের মধ্যে বাস দুটির চাপায় পিষ্ট হয়ে যায় ছেলেটি। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাকিবের বাবা নূর ইসলাম বলেন, মগবাজার মোড়ে মাস্ক বিক্রি করত রাকিব। প্রতিদিনের মতো আজ (গতকাল) সকালেও মাস্ক বিক্রির জন্য বের হয়েছিল। বিকালে বাসচাপায় মারা গেল। রাকিবের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া থানার গাছুয়াপাড়ায়। পরিবারের সঙ্গে মগবাজার পেয়ারাবাগ এলাকায় থাকত। নূর ইসলামের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে রাকিব দ্বিতীয়। এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বাস দুটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহযোগীরা পালিয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। এদিকে গতকাল সকালে ওয়ারীর জয়কালী মন্দির মোড়ে বাসচাপায় নিহত হন ইরফান আহমেদ। জানা গেছে, ভাড়া নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে বাস থেকে ধাক্কা দিলে নিচে পড়ে যান ইরফান। এ সময় গাড়িচাপায় নিহত হন তিনি। এ ঘটনায় পুলিশ গ্রিন বাংলা পরিবহনের বাসটির চালককে আটক করলেও মূল অভিযুক্ত সহকারী পলাতক রয়েছে। পুলিশ বলছে, ইরফানের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ভাড়া নিয়ে তর্কে জড়ানোর পর তাকে মারধর করে চালকের সহকারী। পরে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইরফান পুরান ঢাকার নবাবপুরের একটি ইলেকট্রিকের দোকানে কাজ করতেন। স্ত্রী ইসমত আরা ও এক মেয়ে নিয়ে ডেমরার সারুলিয়ার বড়ভাঙ্গা এলাকায় থাকতেন। গতকাল সকালে সারুলিয়া থেকে কর্মস্থল নবাবপুরে যাওয়ার উদ্দেশে গ্রিন বাংলা বাসে ওঠেন তিনি। পথে ইরফানকে বাস থেকে ফেলে দেওয়ার খবরে ঢামেক হাসপাতালে ছুটে যান পরিবারের লোকজন। ইরফানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান জসীমউদ্দিন নামে এক পথচারী। তিনি জানান, গ্রিন বাংলা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৭৯৫৬) থেকে হেলপার ধাক্কা মেরে ফেলে দেয় এক যাত্রীকে। পরে আমি তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের পরিচয় জানতে পারি। ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) কাওসার হোসাইন বলেন, বাসে ভাড়া নিয়ে চালকের সহকারীর সঙ্গে নিহত ইরফানের বাগবিতন্ডা হয়। পরে সহকারী ইরফানকে কিল, ঘুসি দিয়ে জখম করে। নিহতের চোখের নিচে নীল ফুলা রয়েছে। বাসে মারধরের পর ইরফান বাস থেকে নামার সময় ফের হাতাহাতি ঘটে। তখন চালকের সহকারী ইরফানকে ধাক্কা দিয়ে বাস থেকে নিচে ফেলে দেয়। এ ঘটনায় নিহতের স্ত্রী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বাসটি মাতুয়াইল থেকে জব্দ করা হয়েছে। বাস চালকের সহকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর