বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

একজন ভিসির জন্য শিক্ষার্থীদের জীবন নষ্ট হতে পারে না

নিজস্ব প্রতিবেদক

একজন ভিসির জন্য শিক্ষার্থীদের জীবন নষ্ট হতে পারে না

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগকর্তা হিসেবে তাদের কুকর্মের দায় রাষ্ট্রপতির ওপর এসে পড়ে। উপাচার্যরা যে কী ধরনের স্বৈরশাসক ও দুর্নীতিবাজ হয়ে ওঠেন এবং চাকরি বাণিজ্যে লিপ্ত হন তা আমরা দেখেছি। বর্তমানে সব ভিসি শাহজালালের পক্ষে দল পাকিয়েছেন। সরকারকে বলব, শিক্ষামন্ত্রীকে বলব, ছাত্রদের দাবি মেনে নিন। একজন ভিসির জন্য একটি বিশ্ববিদ্যালয় ধ্বংস হতে পারে না। শিক্ষার্থীদের জীবন নষ্ট হতে পারে না। গতকাল জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে সংবিধানের পর্যালোচনা প্রয়োজন উল্লেখ করে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, স্বাধীনতার ৫০ বছরে সংবিধানের পর্যালোচনা হওয়া প্রয়োজন। সংসদ নেতাকে অনুরোধ জানাই, তিনি যেন এ সংসদের আগামী অধিবেশনে সংবিধান পর্যালোচনার জন্য বিশেষ কমিটি গঠন করে দেন। যেখানে ধর্মীয় রাজনীতি থেকে শুরু করে সব বিষয়ে আমরা নতুন করে ভাবতে পারব। সংবিধানের ৭০ বিধি প্রশ্নে সংবিধান সংশোধন অতি জরুরি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর