গোপালগঞ্জের কাশিয়ানীতে দুর্বৃত্তরা হত্যা মামলার আসামি রবিউল শেখকে (৪০) কুপিয়ে হত্যা করেছে। গতকাল দুপুরে পুলিশ চর পদ্মবিলা গ্রামের একটি বাঁশঝাড় থেকে তার বিবস্ত্র লাশ উদ্ধার করে।
নিহতের স্ত্রী শ্যামলী বেগম জানান, রবিউল শেখকে গত বুধবার সন্ধ্যায় তার খালাতো ভাই (একই উপজেলার বাঘিয়া গ্রামের) কোবাদ শেখ ডেকে নিয়ে যায়। তাদের মধ্যে একটি হত্যা মামলার মীমাংসা করা নিয়ে আগে থেকেই কথা চলছিল। কোবাদ শেখের ভাই শহিদ শেখ হত্যা মামলায় তার স্বামী রবিউল শেখ প্রধান আসামি ছিলেন। স্বামীকে ডেকে নিয়ে যাওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ওই গ্রামের বলরাম বিশ্বাসের বাঁশঝাড়ের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে এক কৃষক বাড়িতে খবর দেয়। নিহতের ভাই মনির শেখ জানান, ২০২০ সালে আমার খালাতো ভাই কোবাদ শেখের আপন ভাই শহিদ শেখ নিহত হন। তিনি বলেন, সে মামলায় আমার ভাই রবিউল শেখকে প্রধান আসামি করা হয়। এ ঘটনায় আমাকেও আসামি করা হয়। মামলাটি এখনো বিচারাধীন রয়েছে। এ মামলারই মীমাংসার বিষয়ে কথা বলার জন্য তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রায়হান খুনের ঘটনাটি তদন্ত করে দেখছেন বলে জানান। তিনি বলেন, কয়েক দিন আগে রবিউল শেখ জেল থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন।