সোমবার, ৩০ মে, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশের অর্থনীতি কখনো শ্রীলঙ্কা হবে না

-বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, বাংলাদেশের অর্থনীতি অনেক শক্তিশালী, কখনো শ্রীলঙ্কা হবে না। গতকাল বিএসইসির মাল্টিপারপাস হলে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) আয়োজিত ‘বর্তমান বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ’ শীর্ষক লেকচার সেশনে তিনি এ কথা বলেন। এতে লেকচার দেন পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জমান। এ ছাড়া বক্তব্য রাখেন বিএএসএমের ডিরেক্টর জেনারেল ড. তৌফিক আহমেদ চৌধুরী এবং বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ। বিএসইসি চেয়ারম্যান বলেন, লেবানন শ্রীলঙ্কারও আগে দেউলিয়া হয়েছে। তারা অনেক আগে থেকেই বৈদেশিক ঋণ পরিশোধ করতে পারছে না। ওই দেশে কোনো পাওয়ার প্ল্যান্ট নেই। লেবানন নিয়ে কারও কোনো ব্যথা ছিল না। হঠাৎ করে সবার শ্রীলঙ্কার কথা মনে পড়ে গেছে। এরপর তারা নানা ধরনের গুজব ছড়াতে শুরু করল। বাংলাদেশ নিজেই শ্রীলঙ্কাকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে। গুজব ছড়ানো হচ্ছে যে সাহায্য দিল, সেই নাকি ওর মতো হয়ে যাচ্ছে। তিনি বলেন, অনেকে অর্থনীতি সম্পর্কে জেনেও না জানার মতো কথা বলেন। এটা আমাদের জন্য ক্ষতিকর।

আমাদের পাঁচ বছর আগের তুলনায় রেমিট্যান্স এখন কত এবং প্রবৃদ্ধি কত। করোনার সময়ও রেমিট্যান্স বেড়েছে। গত ১০ মাসে ৮ লাখ শ্রমিক বিদেশ গেছে। যার সুবিধা আমরা এখনো পাইনি। সামনে তারাও রেমিট্যান্স পাঠাবে। এতে রেমিট্যান্স প্রবাহ বাড়বে। তিনি বলেন, শ্রীলঙ্কা ২ বিলিয়ন ডলারের সমস্যায় পড়েছে। আর আমরা মাসে শুধু একটা খাত থেকেই ২ বিলিয়ন ডলার পাই। কিন্তু একটি শ্রেণি কোনটার সঙ্গে কোনটার তুলনা করে ভয় দেখিয়ে দেশকে অস্থির করে তুলেছে। এটা আমার বোধগম্য না। বাংলাদেশকে নিয়ে আমাদের ভয়ের কোনো কারণ নেই।

সর্বশেষ খবর