১০ মাস ধরে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রওশন এরশাদ বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। পরিবার-পরিজন, দলের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলছেন। স্বাভাবিক খাবার গ্রহণও করছেন। বাজেট অধিবেশনে যোগ দেওয়ার জন্য চলতি মাসেই তাঁর দেশে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। কিছুদিন আগে রওশন এরশাদকে দেখতে ব্যাংককে যান হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ। তিনি বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘আমি ম্যাডামকে দেখতে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে গিয়েছিলাম। আল্লাহর রহমতে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। স্বাভাবিক খাবার খাচ্ছেন। আমার ও পরিবারের খোঁজখবর নিয়েছেন। দলের নেতা-কর্মী, দেশের পরিস্থিতি জানতে চেয়েছেন। আমি যতটুকু সম্ভব অবহিত করেছি। আমার সঙ্গে তাঁর একেবারেই স্বাভাবিক কথাবার্তা হয়েছে। তিনি দ্রুত দেশে ফিরে আসতে চান। আশা করা হচ্ছে তিনি সংসদের চলতি অধিবেশনেই যোগ দেবেন’। জানা যায়, ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন ৭৮ বছর বয়সী রাজনীতিবিদ সাবেক ফার্স্টলেডি রওশন এরশাদ। গত বছরের ১৪ আগস্ট তাঁর ফুসফুসে জটিলতায় অক্সিজেন লেভেল কমতে শুরু করলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন কিছুদিন তাঁকে আইসিইউতে রাখা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়। হাসপাতালে থাকাকালেই গত ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ৫ নভেম্বর সন্ধ্যায় তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন। ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূসহ পরিবারের অন্য সদস্যরা তাঁর সঙ্গে রয়েছেন। সাদ এরশাদ থাইল্যান্ড থেকে মোবাইল ফোনে বলেন, আম্মু আগের চেয়ে অনেকটা সুস্থ। তিনি এখন নিয়মিত নিজের হাতে খাচ্ছেন। আমরা আশা করছি, এ মাসের মধ্যেই দেশে ফিরবেন এবং চলতি বাজেট অধিবেশনে যোগদান করবেন। দেশবাসীর দোয়া কামনা করেছেন তিনি। অন্য এক প্রশ্নের জবাবে সাদ এরশাদ বলেন, আম্মু দেশে ফিরেই রাজনীতিতে সক্রিয় হবেন এবং জাতীয় পার্টির সর্বস্তরের নেতা-কর্মীদের নিয়ে দলকে সংগঠিত করে আগামী জাতীয় নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেবেন।
শিরোনাম
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭