বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

জনসংখ্যা ২০ কোটির কথা অনুমাননির্ভর

নিজস্ব প্রতিবেদক

জনসংখ্যা ২০ কোটির কথা অনুমাননির্ভর

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘আমরা জনশুমারির প্রাথমিক প্রতিবেদন পেয়েছি। প্রতিবেদনে দেশের মোট জনসংখ্যার তথ্য পেয়ে গেছি। কত ভাগ নারী, কত ভাগ পুরুষ সব তথ্য পেয়েছি। তথ্যে দেখলাম নারীর সংখ্যা বেশি। এ বিশাল নারী জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন।’ প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে গতকাল তিনি এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীনস্থ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। জুন মাসে দেশব্যাপী প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা পরিচালনা করা হয়। 

সর্বশেষ খবর