শনিবার, ৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

চীনের পররাষ্ট্রমন্ত্রী আসছেন আজ

কূটনৈতিক প্রতিবেদক

চীনের পররাষ্ট্রমন্ত্রী আসছেন আজ

ওয়াং ই

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ সকালে ঢাকা আসছেন। তার এ দুই দিনের সফরে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় ছাড়াও আন্তর্জাতিক ও বহুপক্ষীয় বিষয়েও আলোচনা হবে। সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে।

সফরসূচি অনুসারে, আজ সকাল সাড়ে ১১টায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঢাকা এসে পৌঁছবেন। তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আগামীকাল রবিবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হবে। এর আগে সকাল ৮টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এসব বৈঠকে ঢাকা-বেইজিংয়ের সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হবে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সর্বশেষ ২০১৭ সালের নভেম্বরে ঢাকায় এসেছিলেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই দেশের কৌশলগত সহযোগিতার পাশাপাশি বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় আগ্রহী চীন। এ ক্ষেত্রে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি অনুসরণ করে যতটুকু চীনের পাশে থাকা যায় সেই চেষ্টা করবে। আর সেই সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলবে বাংলাদেশ। চীনের মধ্যস্থতায় চীন-বাংলাদেশ-মিয়ানমারের মধ্যকার ত্রিপক্ষীয় বৈঠক করে দ্রুততম সময়ের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টিতে জোর দেবে ঢাকা। সূত্র জানায়, দুই দেশের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে- সংস্কৃতিবিষয়ক সহযোগিতা, দুর্যোগ প্রতিরোধবিষয়ক সহযোগিতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সহযোগিতা ও দুই দেশের মধ্যে টেলিভিশন প্রোগ্রাম বিনিময়বিষয়ক সহযোগিতা। এ ছাড়া এখন কোনো ধরনের ঋণ চুক্তি করতেও আগ্রহী নয় ঢাকা। সে কারণে এবারের সফরে চীনের সঙ্গে কোনো ঋণ সহযোগিতা নিয়েও চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। এর আগে ২০১৬ সালের অক্টোবরে চীনা প্রেসিডেন্ট শি জিন পিং ঢাকা সফরে আসেন। সে সময় দুই দেশের মধ্যে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। চীনা পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে এসবের অগ্রগতি নিয়ে আলোচনা হবে।

সর্বশেষ খবর