বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

চলন্ত মোটরসাইকেলে টিকটক ভিডিও, দুই যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে টিকটক ভিডিও বানানোর সময় দুই বন্ধুর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুই নিহত হয়েছেন। তারা হলেন যশোর শহরের মোল্যাপাড়া এলাকার ঝড়ু গাজির ছেলে ইসমাইল হোসেন (২২) ও সিটি কলেজ পাড়ার সিরাজুল ইসলামের ছেলে আল আমিন (২২)।

গতকাল বিকাল চারটার দিকে যশোর শহরের শেখহাটি বাবলাতলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুই বন্ধুর মোটরসাইকেল দুই দিক থেকে এসে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবকই গুরুতর আহত হন। উপস্থিত লোকজন তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। নিহত আল আমিনের বন্ধু রাকিব জানান, মোটরসাইকেলে ক্যামেরা লাগিয়ে দুই বন্ধু টিকটক ভিডিও তৈরি করছিলেন। দুই পাশ থেকে দুই জন দ্রুত মোটরসাইকেল চালিয়ে মুখোমুখি পৌঁছে হঠাৎ থেমে যাওয়া ও সামনের চাকা উঁচু করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে একটি ইজিবাইক সামনে চলে আসায় তারা দুজনেই নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই আল আমিন মারা যান। হাসপাতালে আনার পর ইসমাইলের মৃত্যু হয়।

সর্বশেষ খবর