শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত

পাবনা প্রতিনিধি

বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশ এখন দুই ভাগে বিভক্ত। একটি দল আওয়ামী লীগের সমর্থক। অন্য দলে রয়েছেন আওয়ামী লীগের বিরোধীরা। একদল বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করেন। তাঁর দেখানো পথ ধরে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন। অন্যরা ধর্মকে রাজনীতিতে ব্যবহার করছেন।

গতকাল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আহম্মেদ ফিরোজ কবির ও নূরুজ্জামান বিশ্বাস, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, স্কয়ার গ্রুপের পরিচালক, বীর মুক্তিযোদ্ধা অঞ্জন  চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য নূরজাহান বেগম প্রমুখ।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাংলার মাটি-মানুষের সন্তান। তিনি চেয়েছিলেন বৈষম্য, বঞ্চনা থেকে মুক্তি, অর্থনৈতিক মুক্তি। তিনি বাঙালির মুক্তির প্রাণের তৃষ্ণাকে ধারণ করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা এনে দেন। তিনি বাঙালির প্রাণের আকাক্সক্ষাকে ধরতে পেরেছিলেন।

সর্বশেষ খবর