শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আমরা একটা ব্যর্থ নির্বাচনের দিকে যাচ্ছি

বদিউল আলম মজুমদার

নিজস্ব প্রতিবেদক

আমরা একটা ব্যর্থ নির্বাচনের দিকে যাচ্ছি

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, আমার মনে হয় আমরা একটা ব্যর্থ নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর আস্থা নেই। গতকাল বিকালে বাগেরহাটের মোংলা প্রেস ক্লাবে সুজন ও সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা করতে না পারলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে বলে মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, যেভাবে আমরা চলছি, সেটি মুক্তির পথ না, সম্প্রীতির পথ না। দেশের উন্নয়ন হচ্ছে, কিন্তু আমাদের উন্নতি হচ্ছে না। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশে সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই। মোংলা সুজনের সভাপতি ফ্রান্সিস সুদান হালদারের সভাপতিত্ব সভায় আরও বক্তৃতা করেন পিস অ্যাম্বাসেডর বাগেরহাট ডিস্ট্রিক্ট নেটওয়ার্ক পিএডিএনের সমন্বয়কারী শেখ বশিরুল ইসলাম, উপদেষ্টা মো. ইব্রাহিম হোসেন প্রমুখ। সভাপতির বক্তব্যে ফ্রান্সিস সুদান হালদার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত করতে এবং নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে যার যার অবস্থান থেকে সক্রিয় থাকতে হবে।

 

সর্বশেষ খবর