সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, আমাদের উন্নয়ন হচ্ছে, কিন্তু উন্নতি হচ্ছে না। চারদিকে অবনতির ধ্বংসস্তূপ দেখছি। অবনতির জন্য আমরা মহাসংকটে আছি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সমস্যা সমাধানে তিনি ২১ দফা সংস্কার প্রস্তাব তুলে ধরেন। এসব দাবি নিয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন বলে জানান। বদিউল আলম মজুমদার বলেন, সমস্যা সমাধানে আমাদের রাজনৈতিক ঐক্য প্রয়োজন। সংকট নিরসনে সবার মতামতের ভিত্তিতে নির্দিষ্ট দফা নির্ধারণ করে কাজ করতে হবে। সব রাজনৈতিক দলকে জাতীয় সনদে স্বাক্ষর করতে হবে। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার অনির্বাচিত হলেও এর প্রতি মানুষের আত্মবিশ্বাস আছে। যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবেন তারা এই দাবিগুলো বাস্তবায়ন করবেন। নির্বাচনই ক্ষমতা বদলের মাধ্যম। তিনি বলেন, সমস্যা সমাধানে শুধু একটি সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়। বস্তুত নির্বাচন হলো পূর্বশর্ত। নির্বাচিত হওয়ার পর ক্ষমতাপ্রাপ্ত দল কী করে সেটা দেখার বিষয়। বদিউল আলম মজুমদার বলেন, ‘রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, মনমানসিকতার পরিবর্তন সম্ভব হবে যদি ঐক্য হয়। নির্বাচন ও নির্বাচনকালীন সরকারের সংস্কার করতে হবে, স্বাধীন বিচার বিভাগ, সাম্প্রদায়িকতার অবসান, তরুণদের জন্য বিনিয়োগ, নারীর ক্ষমতায়ন, পার্বত্য শান্তিচুক্তির সঠিক বাস্তবায়নসহ বিভিন্ন সংস্কার করতে হবে।’ এগুলো বাস্তবায়ন না হলে আমরা ভয়াবহ সংকটে পড়ব। তিনি আরও বলেন, অনেক উন্নয়ন হচ্ছে। অবকাঠামো হচ্ছে। জিডিপি বৃদ্ধি পাচ্ছে এবং চারদিকে তার প্রতিফলন দেখা যাচ্ছে। মানুষের উন্নতি হচ্ছে কোথায়? তিনি বলেন, নির্বাচন গণতন্ত্রের সূচনা পদক্ষেপ হতে পারে। কিন্তু পরবর্তী নির্বাচনের আগপর্যন্ত সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে কীভাবে? অন্যথায় এটা হবে ১ দিনের গণতন্ত্র। তিনি আরও বলেন, সুজন গণতান্ত্রিক রাষ্ট্রের সনদ নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে চায়। তারা ২১ দফার ভিত্তিতে এ সনদ তৈরি করছেন। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, নির্বাচন সংস্কার, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার, দুর্নীতির বিরুদ্ধে কমিশন গঠন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, মানবাধিকার সংরক্ষণ করা, জাতীয় সম্পদের ওপর সাধারণের অধিকার নিশ্চিত করা, তরুণদের জন্য বিনিয়োগ, নারীর ক্ষমতায়ন, পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ অন্যান্য ইস্যুর ভিত্তিতে তৈরি হবে এ সনদ।
শিরোনাম
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
আমরা মহাসংকটে আছি : বদিউল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর