মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সাগর-রুনি হত্যা মামলা

৯২ বার পেছাল তদন্ত প্রতিবেদন

আদালত প্রতিবেদক

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩১ অক্টোবর নতুন দিন ধার্য করেছেন আদালত।

গতকাল এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও র‌্যাবের পক্ষ থেকে তা আদালতে জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী নতুন এই তারিখ ধার্য করেন। ফলে এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার    সময় ৯২তম বারের মতো পেছানো হলো। মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হন।

সাগর সরওয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন। আর মেহেরুন রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক। হত্যাকাণ্ডের সময় বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ। হত্যার ঘটনায় রুনির ভাই নওশের আলম বাদী হয়ে রাজধানীর শেরেবাংলানগর থানায় মামলা করেন। প্রথমে এ মামলা তদন্ত করছিল শেরেবাংলানগর থানার পুলিশ। কয়েক দিনের মাথায় মামলার তদন্তভার পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। তদন্তের দায়িত্ব পাওয়ার ৬২ দিনের মাথায় ২০১২ সালের ১৮ এপ্রিল হাই কোর্টে ব্যর্থতা স্বীকার করে ডিবি। এরপর আদালত র‌্যাবকে মামলা তদন্তের নির্দেশ দেন। তখন থেকে মামলাটির তদন্ত করছে র‌্যাব।

সর্বশেষ খবর