রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সবার রাস্তায় নামা উচিত

নিজস্ব প্রতিবেদক

সবার রাস্তায় নামা উচিত

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, গণতন্ত্রের জন্য সবার উচিত রাস্তায় নামা। আমরা যদি মনে করি ঘরে বসে অধিকার আদায় হবে এটি হবে ভুল। গতকাল জাতীয় প্রেস ক্লাবে গণফোরাম আয়োজিত ‘সংবিধানের ৫০ বছর এবং নাগরিক ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. কামাল বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের অধিকার প্রয়োগ করে। কাজেই সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করলে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য পাড়া-মহল্লায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, সংবিধানের মাধ্যমে জনগণের ক্ষমতা সুরক্ষিত করা হয়েছে। সত্যিকার অর্থে জনগণকে ক্ষমতার মালিক হতে হলে, অধিকারের বিষয়ে সচেতন হতে হবে। মৌলিক অধিকার বঞ্চিত হলে দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই সংবিধানের মৌলিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে সবাইকে মাঠে নামতে হবে। সংবিধান বিশেষজ্ঞ ড. শাহ্দীন মালিক বলেন, সংবিধানে বলা আছে জনগণ সব ক্ষমতার উৎস। আগামী নির্বাচনে জনগণ তাদের ক্ষমতা প্রয়োগ না করতে পারলে সব ব্যর্থ হবে। দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরিচালনা করার কথা ছিল। এ বিষয়ে সব রাজনৈতিক দল রাজিও ছিল। কিন্তু পঞ্চম সংশোধনী তা বদলে দিয়েছে। সংবিধানের চতুর্থ এবং পঞ্চম সংশোধনী সবচেয়ে খারাপ সংশোধনী। সংবিধান কাটাছেঁড়া করতে করতে হ-য-ব-র-ল হয়ে গেছে।

এতে আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক, সাংবাদিক আবু সাঈদ খান, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ড. মোহাম্মদ আবদুল্লাহ মাহমুদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর