বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ঘরের বিষয়ে অন্যদের বলা লজ্জার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ঘরের বিষয়ে অন্যদের বলা লজ্জার

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশ সম্পর্কে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্য করতে বাধ্য করে দেশের কিছু গণমাধ্যম। কিছু সাংবাদিক তাদের প্রশ্ন করে উত্তর দিতে বাধ্য করেন। নিজেদের ঘরের বিষয় অন্যের কাছে বলাটা লজ্জাজনক। গতকাল সকালে সিলেট স্টেডিয়ামে সাহিত্য মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, কিছু কিছু রাষ্ট্রদূত জানিয়েছেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না। কিছু সাংবাদিক তাদের প্রশ্ন করে উত্তর দিতে বাধ্য করেন।  পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্য কোনো দেশের মানুষ নিজেদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি কূটনীতিকদের কাছে জানতে চান না। এখন কিন্তু আমরা কলোনিয়াল দেশ না, আমরা কলোনি না। সুতরাং তাদের সেটা মনে রাখতে হবে। আশাকরি তারা তাদের রীতি অনুযায়ী, নিয়ম-রীতি মেনে চলবেন’। পুলিশের চোখে স্প্রে করে জঙ্গি ছিনতাই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিছক একটি দুর্ঘটনা। দেশের আইনশৃঙ্খলা বাহিনী খুবই দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ খবর