শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বিএনপি নির্বাচন কমিশনকে মানে না : সিইসি

পটুয়াখালী প্রতিনিধি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কমিশন সব রাজনৈতিক দল নিয়ে সংলাপ করেছে। সেখানে বিএনপিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তারা স্পষ্টভাবে আগাম জানিয়েছে, তারা সরকার ও বর্তমান কমিশনকে মানে না। গতকাল দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও সচিবের মতবিনিময় সভা শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি, তারা নির্বাচন কমিশনকে সরে  যেতে বলেছেন। তার পরও তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, নির্বাচনে অংশ নিন। কারণ আমাদের নির্বাচন করতে হবে। সংবিধান থাকলে নির্বাচন হবেই। তবে বড় বড় রাজনৈতিক দল নির্বাচনে না এলে নির্বাচনের গ্রহণযোগ্যতা খর্ব হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সিইসি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলা ও বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তি ও প্রার্থীদের সঙ্গে কমিশন মতবিনিময় করবে। জাতীয় সংসদ নির্বাচন অনেক গুরুত্ব বহন করে, যা অনেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে এখন থেকেই প্রস্তুতি নেবে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইভিএম মেশিনগুলো অনেক দামি, তবে এগুলো রক্ষণাবেক্ষণে আমাদের আগেই গুরুত্ব দেওয়া উচিত ছিল। অনেক মেশিন অকেজো হয়ে গেছে। এর মধ্যে কিছু কিছু সার্ভিসিং করা সম্ভব। তবে নতুন প্রকল্পে ইভিএম রক্ষণাবেক্ষণে অর্থ চাওয়া হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাংগীর আলম, পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি হাবিবুল আউয়াল গত তিন দিনের সফরে পটুয়াখালীতে অবস্থান করছেন। গতকাল বিকালে তিনি কুয়াকাটা আঞ্চলিক নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রস্তাবিত জমি পরিদর্শন শেষে সস্ত্রীক কুয়াকাটায় রাতযাপন শেষে আজ শুক্রবার ঢাকার উদ্দেশে রওনা করবেন।-পটুয়াখালী প্রতিনিধি

সর্বশেষ খবর