শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রাম হবে ওয়ান সিটি টু টাউন : কাদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম হবে ওয়ান সিটি টু টাউন : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, চট্টগ্রাম দেশের জাতীয় অর্থনীতির প্রাণের স্পন্দন। দেশের জাতীয় অর্থনীতির সমৃদ্ধির স্বার্থে চট্টগ্রাম অনেক গুরুত্বপূর্ণ। এ বন্দরনগরীর কর্ণফুলীর তলদেশে নির্মাণ হচ্ছে ‘বঙ্গবন্ধু টানেল’। এটি  দক্ষিণ এশিয়ার প্রথম টানেল। এর নির্মাণ কাজের প্রায় ৯৫.৫০ শতাংশ শেষ। আগামী ২৪ ফেব্রুয়ারি টানেলটি উদ্বোধন করার কথা রয়েছে। এক সময় কেউ ভাবেনি বঙ্গবন্ধু টানেল নির্মাণের মাধ্যমে চট্টগ্রাম সাংহাইয়ে রূপ নেবে। আমি আশাবাদী চট্টগ্রাম আরও অনেক দূর এগিয়ে যাবে। চট্টগ্রাম হবে ওয়ান সিটি টু টাউন।

গতকাল নগরীর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা কঠিন চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের দেশেও জ্বালানি তেলসহ সব জিনিসপত্রের দাম বেড়েছে। তারপরও প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে বিশ্ব পরিস্থিতি বিবেচনা করলে বাংলাদেশের রিজার্ভের অবস্থান এখনো ভালো আছে।

মতবিনিময় সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীন, আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান, শেখ আতাউর রহমান, জহিরুল আলম দোভাষ, এটিএম পেয়ারুল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, সাংবাদিক নেতা সালাউদ্দীন রেজা, চৌধুরী ফরিদ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর