স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম দক্ষ ও মেধাবী। তথ্যপ্রযুক্তির নতুন নতুন আবিষ্কার আমাদের সক্ষমতাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে চলেছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের দক্ষ ও যোগ্য মানবসম্পদে পরিণত করতে হবে। পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ‘বেসিস সফটেক্সপো ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গতকাল এসব কথা বলেন তিনি। শিরীন শারমিন চৌধুরী বলেন, আগামী ২০৪১ সালের মধ্যে এদেশ সুখী-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। স্মার্ট বাংলাদেশের অন্যতম ভিত্তি স্মার্ট সিটিজেনদের তথ্য ও প্রযুক্তির ব্যবহারে দক্ষ হতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সফটওয়্যার তৈরি ও বেসিস প্রেসিডেন্ট রাসেল টি. আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বেসিস সফটেক্সপো ২০২৩-এর আহ্বায়ক আবু দাউদ খান স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বক্তব্য দেন।