বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ করে বলেছেন, এ সরকার যদি আবার ক্ষমতায় আসে তাহলে এ দেশের, এ জাতির কোনো অস্তিত্ব থাকবে না। তিনি বলেন, ওরা আগামী নির্বাচনেও আগের মতো ভোট লুট করে, চুরি করে নিয়ে যাবে। আমরা সে নির্বাচন করতে দেব না। আমরা দেশের মানুষ বারবার মার খাচ্ছি। এবার আর মার খেতে রাজি নই। বিএনপি মহাসচিব আরও বলেন, নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হলে আমাদের আপত্তি নেই। কিন্তু সেক্ষেত্রে তাদের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। গতকাল বিকালে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে মহানগরীর পাশে নবাবগঞ্জে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ঢাকা জেলা বিএনপির আহ্বায়ক খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিএনপি নেত্রী শিরিন সুলতানা, দেওয়ান মো. সালাহউদ্দিন, তমিজ উদ্দিন, নাজিম উদ্দিন, সুলতানা আহমেদ, সাবিনা ইয়াসমিন প্রমুখ অংশ নেন। স্থানীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের পর পদযাত্রা শুরু হয়ে ২ কিলোমিটার দূরে বক্সবাজার মোড়ে এসে শেষ হয়। জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী এতে অংশ নেন। সারা দেশে জেলায় জেলায় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপি এ কর্মসূচি পালন করে। মির্জা ফখরুল ক্ষমতাসীনদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ধরে বলেন, এরা সবাই ফুলেফেপে এক একটা কলা গাছ হয়ে গেছে। যার পায়ে স্যান্ডেল ছিল না, সেও এখন বিরাট বড় গাড়ি চালায়। বড় বড় বাড়ি তৈরি করেছে। এরা সব আওয়ামী লীগের লোক। আমরা এদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছি দেশ ও মানুষকে রক্ষার জন্য। এ সংগ্রমে তরুণদের নেতৃত্ব দিতে হবে। আপনারা এগিয়ে আসুন। গণঅভ্যুত্থান সৃষ্টি করে এ ভয়াবহ সরকারকে পরাজিত করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব। পরিবর্তন আনব।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ