বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ করে বলেছেন, এ সরকার যদি আবার ক্ষমতায় আসে তাহলে এ দেশের, এ জাতির কোনো অস্তিত্ব থাকবে না। তিনি বলেন, ওরা আগামী নির্বাচনেও আগের মতো ভোট লুট করে, চুরি করে নিয়ে যাবে। আমরা সে নির্বাচন করতে দেব না। আমরা দেশের মানুষ বারবার মার খাচ্ছি। এবার আর মার খেতে রাজি নই। বিএনপি মহাসচিব আরও বলেন, নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হলে আমাদের আপত্তি নেই। কিন্তু সেক্ষেত্রে তাদের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। গতকাল বিকালে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে মহানগরীর পাশে নবাবগঞ্জে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ঢাকা জেলা বিএনপির আহ্বায়ক খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিএনপি নেত্রী শিরিন সুলতানা, দেওয়ান মো. সালাহউদ্দিন, তমিজ উদ্দিন, নাজিম উদ্দিন, সুলতানা আহমেদ, সাবিনা ইয়াসমিন প্রমুখ অংশ নেন। স্থানীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের পর পদযাত্রা শুরু হয়ে ২ কিলোমিটার দূরে বক্সবাজার মোড়ে এসে শেষ হয়। জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী এতে অংশ নেন। সারা দেশে জেলায় জেলায় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপি এ কর্মসূচি পালন করে। মির্জা ফখরুল ক্ষমতাসীনদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ধরে বলেন, এরা সবাই ফুলেফেপে এক একটা কলা গাছ হয়ে গেছে। যার পায়ে স্যান্ডেল ছিল না, সেও এখন বিরাট বড় গাড়ি চালায়। বড় বড় বাড়ি তৈরি করেছে। এরা সব আওয়ামী লীগের লোক। আমরা এদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছি দেশ ও মানুষকে রক্ষার জন্য। এ সংগ্রমে তরুণদের নেতৃত্ব দিতে হবে। আপনারা এগিয়ে আসুন। গণঅভ্যুত্থান সৃষ্টি করে এ ভয়াবহ সরকারকে পরাজিত করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব। পরিবর্তন আনব।
শিরোনাম
- রেস্টুরেন্ট নয়, এ যেন মরণফাঁদ!
- বিদ্যুৎ বিভ্রাটে অচল লন্ডনের পাতাল রেল ব্যবস্থা
- সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
- ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে মহাসমাবেশ
- ময়মনসিংহে ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে তারেক রহমান
- স্বর্ণের দাম আরও কমেছে
- আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
- মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- বাগেরহাটে খালের পাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
- গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে
- অধিনায়ক লিটনের লক্ষ্য সিরিজ জয়
- যুদ্ধ কোনও বলিউড মুভি নয়, কেন বললেন ভারতের সাবেক সেনাপ্রধান
- নাসিকের যানজট নিরসন কর্মীদের উপর অটোচালকদের হামলা, আহত ১০
- পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- রাকিবুল-আকবরের ঝড়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয়
- বাকেরগঞ্জ ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
- বিদেশে চিকিৎসা খরচে সুবিধা বাড়ল, নেওয়া যাবে ১৫ হাজার ডলার
ফের নির্বাচনী বিতর্ক রাজনীতিতে
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না
----- মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর