বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ করে বলেছেন, এ সরকার যদি আবার ক্ষমতায় আসে তাহলে এ দেশের, এ জাতির কোনো অস্তিত্ব থাকবে না। তিনি বলেন, ওরা আগামী নির্বাচনেও আগের মতো ভোট লুট করে, চুরি করে নিয়ে যাবে। আমরা সে নির্বাচন করতে দেব না। আমরা দেশের মানুষ বারবার মার খাচ্ছি। এবার আর মার খেতে রাজি নই। বিএনপি মহাসচিব আরও বলেন, নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হলে আমাদের আপত্তি নেই। কিন্তু সেক্ষেত্রে তাদের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। গতকাল বিকালে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে মহানগরীর পাশে নবাবগঞ্জে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ঢাকা জেলা বিএনপির আহ্বায়ক খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিএনপি নেত্রী শিরিন সুলতানা, দেওয়ান মো. সালাহউদ্দিন, তমিজ উদ্দিন, নাজিম উদ্দিন, সুলতানা আহমেদ, সাবিনা ইয়াসমিন প্রমুখ অংশ নেন। স্থানীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের পর পদযাত্রা শুরু হয়ে ২ কিলোমিটার দূরে বক্সবাজার মোড়ে এসে শেষ হয়। জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী এতে অংশ নেন। সারা দেশে জেলায় জেলায় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপি এ কর্মসূচি পালন করে। মির্জা ফখরুল ক্ষমতাসীনদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ধরে বলেন, এরা সবাই ফুলেফেপে এক একটা কলা গাছ হয়ে গেছে। যার পায়ে স্যান্ডেল ছিল না, সেও এখন বিরাট বড় গাড়ি চালায়। বড় বড় বাড়ি তৈরি করেছে। এরা সব আওয়ামী লীগের লোক। আমরা এদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছি দেশ ও মানুষকে রক্ষার জন্য। এ সংগ্রমে তরুণদের নেতৃত্ব দিতে হবে। আপনারা এগিয়ে আসুন। গণঅভ্যুত্থান সৃষ্টি করে এ ভয়াবহ সরকারকে পরাজিত করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব। পরিবর্তন আনব।
শিরোনাম
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
ফের নির্বাচনী বিতর্ক রাজনীতিতে
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না
----- মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর