বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ করে বলেছেন, এ সরকার যদি আবার ক্ষমতায় আসে তাহলে এ দেশের, এ জাতির কোনো অস্তিত্ব থাকবে না। তিনি বলেন, ওরা আগামী নির্বাচনেও আগের মতো ভোট লুট করে, চুরি করে নিয়ে যাবে। আমরা সে নির্বাচন করতে দেব না। আমরা দেশের মানুষ বারবার মার খাচ্ছি। এবার আর মার খেতে রাজি নই। বিএনপি মহাসচিব আরও বলেন, নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হলে আমাদের আপত্তি নেই। কিন্তু সেক্ষেত্রে তাদের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। গতকাল বিকালে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে মহানগরীর পাশে নবাবগঞ্জে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ঢাকা জেলা বিএনপির আহ্বায়ক খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিএনপি নেত্রী শিরিন সুলতানা, দেওয়ান মো. সালাহউদ্দিন, তমিজ উদ্দিন, নাজিম উদ্দিন, সুলতানা আহমেদ, সাবিনা ইয়াসমিন প্রমুখ অংশ নেন। স্থানীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের পর পদযাত্রা শুরু হয়ে ২ কিলোমিটার দূরে বক্সবাজার মোড়ে এসে শেষ হয়। জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী এতে অংশ নেন। সারা দেশে জেলায় জেলায় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপি এ কর্মসূচি পালন করে। মির্জা ফখরুল ক্ষমতাসীনদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ধরে বলেন, এরা সবাই ফুলেফেপে এক একটা কলা গাছ হয়ে গেছে। যার পায়ে স্যান্ডেল ছিল না, সেও এখন বিরাট বড় গাড়ি চালায়। বড় বড় বাড়ি তৈরি করেছে। এরা সব আওয়ামী লীগের লোক। আমরা এদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছি দেশ ও মানুষকে রক্ষার জন্য। এ সংগ্রমে তরুণদের নেতৃত্ব দিতে হবে। আপনারা এগিয়ে আসুন। গণঅভ্যুত্থান সৃষ্টি করে এ ভয়াবহ সরকারকে পরাজিত করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব। পরিবর্তন আনব।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
ফের নির্বাচনী বিতর্ক রাজনীতিতে
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না
----- মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর