বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ করে বলেছেন, এ সরকার যদি আবার ক্ষমতায় আসে তাহলে এ দেশের, এ জাতির কোনো অস্তিত্ব থাকবে না। তিনি বলেন, ওরা আগামী নির্বাচনেও আগের মতো ভোট লুট করে, চুরি করে নিয়ে যাবে। আমরা সে নির্বাচন করতে দেব না। আমরা দেশের মানুষ বারবার মার খাচ্ছি। এবার আর মার খেতে রাজি নই। বিএনপি মহাসচিব আরও বলেন, নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হলে আমাদের আপত্তি নেই। কিন্তু সেক্ষেত্রে তাদের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। গতকাল বিকালে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে মহানগরীর পাশে নবাবগঞ্জে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ঢাকা জেলা বিএনপির আহ্বায়ক খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিএনপি নেত্রী শিরিন সুলতানা, দেওয়ান মো. সালাহউদ্দিন, তমিজ উদ্দিন, নাজিম উদ্দিন, সুলতানা আহমেদ, সাবিনা ইয়াসমিন প্রমুখ অংশ নেন। স্থানীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের পর পদযাত্রা শুরু হয়ে ২ কিলোমিটার দূরে বক্সবাজার মোড়ে এসে শেষ হয়। জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী এতে অংশ নেন। সারা দেশে জেলায় জেলায় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপি এ কর্মসূচি পালন করে। মির্জা ফখরুল ক্ষমতাসীনদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ধরে বলেন, এরা সবাই ফুলেফেপে এক একটা কলা গাছ হয়ে গেছে। যার পায়ে স্যান্ডেল ছিল না, সেও এখন বিরাট বড় গাড়ি চালায়। বড় বড় বাড়ি তৈরি করেছে। এরা সব আওয়ামী লীগের লোক। আমরা এদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছি দেশ ও মানুষকে রক্ষার জন্য। এ সংগ্রমে তরুণদের নেতৃত্ব দিতে হবে। আপনারা এগিয়ে আসুন। গণঅভ্যুত্থান সৃষ্টি করে এ ভয়াবহ সরকারকে পরাজিত করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব। পরিবর্তন আনব।
শিরোনাম
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
- গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান
- পরের রাউন্ডে ভালো খেলবে বাংলাদেশ : নান্নু
- বাংলাদেশে ফ্রান্স ভিসাসেবা চালু ভিএফএস গ্লোবালের
- বাংলাদেশকে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে যোগদানের আমন্ত্রণ চীনের
- অ্যাডিশনাল ডিআইজি জালাল উদ্দিন আহমেদের মৃত্যু
- খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১
- হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সাত দফা দাবিতে লক্ষ্মীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
ফের নির্বাচনী বিতর্ক রাজনীতিতে
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না
----- মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর