রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

যুদ্ধবিমানের ককপিটে দ্রৌপদী মুর্মু

কলকাতা প্রতিনিধি

যুদ্ধবিমানের ককপিটে দ্রৌপদী মুর্মু

যুদ্ধবিমানের ককপিটে বসে ইতিহাস গড়লেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিন দিনের আসাম সফরের শেষ দিনে গতকাল তিনি তেজপুর এয়ারপোর্ট স্টেশন থেকে ‘সুখোই-৩০ এমকেআই’ যুদ্ধ বিমানে ওঠেন এবং দুই আসন বিশিষ্ট বিমানের ককপিটে বসেন। তখন তাঁর পরনে ছিল পাইলটের পোশাক। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তেজপুরে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটির পরিদর্শনে যান তিনি। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপরই প্রশিক্ষণ বিমানের ককপিটে বসেন তিনি। প্রায় আধঘণ্টা মাঝ আকাশে ছিলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সঙ্গে ককপিটে ছিলেন ভারতীয় বিমান বাহিনীর ১০৬ স্কোয়াড জোনের কমান্ডার গ্রুপ ক্যাপ্টেন নবীন কুমার। এ সময় আকাশে নানা কসরত দেখায় বিমানটি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ কিলোমিটার উঁচুতেই যুদ্ধ বিমানটি চালানো হয়। ঘণ্টায় এর গতিবেগ ছিল প্রায় ৮০০ কিলোমিটার। ককপিটে প্রবেশ করার আগে ফাইটার পাইলটদের সঙ্গে গ্রুপ ফটো তোলেন রাষ্ট্রপতি। দ্রৌপদী মুর্মু হলেন দেশটির তৃতীয় রাষ্ট্রপতি এবং দ্বিতীয় নারী রাষ্ট্রপতি যিনি বিমান চালকের আসনে বসলেন। এর আগে ২০০৯ সালে পুনেতে ঐতিহাসিক ফ্লাইট করেছিলেন প্রতিভা পাতিল।

সর্বশেষ খবর