বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা

সৌদিতেই যাচ্ছেন মেসি

ক্রীড়া ডেস্ক

সৌদিতেই যাচ্ছেন মেসি

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি সৌদি আরবেই যাচ্ছেন। বার্তা সংস্থা এএফপি গোপন সূত্রের উল্লেখ করে এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে এএফপির কাছে এ সূত্র জানিয়েছে, ‘মেসির সঙ্গে চুক্তি হয়ে গেছে। তিনি সামনের মৌসুমে সৌদি আরবে খেলবেন।’ এএফপির এ সূত্র চুক্তি সম্পাদনের সঙ্গে সম্পৃক্ত। কয়েক সপ্তাহ ধরেই মেসির পরবর্তী গন্তব্য নিয়ে আলোচনা চলেছে। নাম এসেছে বার্সেলোনা, আল হিলাল এবং আরও বেশ কয়েকটি ক্লাবের। তবে শেষ পর্যন্ত সৌদি আরবেই যাচ্ছেন তিনি। অবশ্য ক্লাবের নাম এখনো জানা যায়নি। মূলত পর্যটন খাতকে আরও বেশি আকর্ষণীয় করতে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ট মেসির চুক্তির ব্যাপারে অর্থায়ন করছে। কোন ক্লাবে যাবেন তা নাকি এখনো ঠিক হয়নি। সৌদি আরবে গেলে মেসি ৪০০ মিলিয়ন ইউরো পেতে পারেন প্রতি বছর। রোনালদো বর্তমানে পাচ্ছেন ২০০ মিলিয়ন ইউরো। রোনালদোর বেতনই ইতিহাসের সবচেয়ে বেশি। মেসি পেতে পারেন তারচেয়েও দ্বিগুণ! এদিকে লিওনেল মেসি বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন। লরেস বর্ষসেরা ক্রীড়াবিদ এর আগেও তিনি হয়েছেন ২০২০ সালে। এবার বর্ষসেরা হতে গিয়ে মেসি হারিয়েছেন রাফায়েল নাদাল ও এমবাপ্পেদের মতো তারকাদের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর