সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের মতে, যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশের কাছে কী চায় তা পরিষ্কার নয়। তাদের আচরণ খুবই অস্বাভাবিক। কারণ আমেরিকার (যুক্তরাষ্ট্র) মতো পরাশক্তি আমাদের ওপর স্যাংশন (নিষেধাজ্ঞা) দেবে, আর তারা এটি কেন দিয়েছে তা নিয়ে কথা বলবে না, এটা নিয়ে চুপচাপ আছে। এই নিষেধাজ্ঞা কতদিন রাখবে সেটিও ঠিক নেই, এটা খুবই ‘অপ্রাকৃতিক’। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। ওয়ালিউর রহমান বলেন, ১৯৭১ সালে আমেরিকা আমাদের বিরুদ্ধে কাজ করেছিল। ১৯৭৪ সালে জাতিসংঘে বক্তৃতায় বঙ্গবন্ধু বলেছিলেন, আমেরিকা আমাদের বিরুদ্ধে যা করেছে তা আর করবে না। দেশটি নিয়ে বঙ্গবন্ধু ব্যক্তিগতভাবে কোনো কথা বলেননি। কিন্তু এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসম্মুখে বলছেন। ‘সি কলড আউট ইন এ পার্লামেন্ট’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার মনে হয় আমেরিকা আমার সরকারকে চায় না।’ র্যাবের ওপর কেন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে সেই প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেছেন, এই র্যাব তো আমেরিকাই তৈরি করেছে। র্যাবের ট্রেনিং হয়েছে আমেরিকাতে। র্যাবের অস্ত্রশস্ত্রও আমেরিকা দিয়েছে। এ জন্য র্যাব কোনো ভুল করে থাকলে তা আমেরিকাই ঠিক করে দেবে। আবার এটাও ঠিক প্রধানমন্ত্রী বলেছেন, আমেরিকা নিষেধাজ্ঞা দেওয়ার পর আমরা সচেতন হয়ে গিয়েছি। আর এ সচেতনতার পর র্যাবের মাধ্যমে আর কোনো অবৈধ কর্মকান্ড হয়নি। সাবেক এই রাষ্ট্রদূত বলেন, এরই মধ্যে আমেরিকান স্টাবলিসমেন্ট ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে ঢাকায় এসেছিল। সেখানে দেশটির পরিপূর্ণ অংশগ্রহণ ছিল। প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, সে জায়গা থেকে তিনি সরে আসেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা একদমই ঠিক। তিনি বলেন, আমাদের জিডিপি, পণ্য উৎপাদন, সুশীল সমাজ সব মিলিয়ে বাংলাদেশের একটি ইতিবাচক অবস্থান তৈরি হয়েছে। এখন প্রশ্ন তৈরি হতেই পারে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশ কিছু না করার পরও কেন র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলো? ওয়ালিউর রহমান বলেন, বিশ্বে কত খারাপ দেশ আছে, যেখানে মানবিক অধিকার বলে কিছু নেই। কিন্তু বাংলাদেশে বিচার ব্যবস্থা ও সরকার ব্যবস্থা থাকার পরও বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের এমন আচরণ দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আমারও ধারণা হয় যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে পছন্দ করে না।
শিরোনাম
- ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার
- রাজনীতির বিবর্তন! বানর থেকে বিজ্ঞানী
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যের মামলা
- ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- সহজ জয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন
- কদাকার বিষোদ্গার : ছাড় নেই সেনাবাহিনীরও
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি?
- বাতিল হতে যাচ্ছে ১২৭ ‘জুলাই যোদ্ধার’ গেজেট
- ৪ হাজার কোটি টাকার মিল হাতিয়ে নেন পানির দরে
- হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টসের বিরুদ্ধে বিপুল কর ফাঁকির অভিযোগ
- মেলিসায় বিপর্যস্ত জ্যামাইকা, ক্যারিবীয় অঞ্চলে নিহত ৭
- ভারতে আঘাত হানলো ঘূর্ণিঝড় মোন্থা
- রেকর্ড ২৭১ দিন শূকরের কিডনি নিয়ে বেঁচে ছিলেন অ্যান্ড্রুজ
- চ্যাটজিপিটিতে ব্যবহার করা যাবে জনপ্রিয় একাধিক অ্যাপ
- জার্মানিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- মাদুরোকে ধরার গুপ্তচর নাটক: পাইলটকে প্রলুব্ধ করে ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র
- বিপর্যয় পেরিয়ে ইতিহাস: আবারও শীর্ষে অ্যাপল
- হাসপাতালে ভর্তি হাসান মাসুদ
তারা কী চায় পরিষ্কার নয়
----- ওয়ালিউর রহমান
জিন্নাতুন নূর
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর