সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের মতে, যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশের কাছে কী চায় তা পরিষ্কার নয়। তাদের আচরণ খুবই অস্বাভাবিক। কারণ আমেরিকার (যুক্তরাষ্ট্র) মতো পরাশক্তি আমাদের ওপর স্যাংশন (নিষেধাজ্ঞা) দেবে, আর তারা এটি কেন দিয়েছে তা নিয়ে কথা বলবে না, এটা নিয়ে চুপচাপ আছে। এই নিষেধাজ্ঞা কতদিন রাখবে সেটিও ঠিক নেই, এটা খুবই ‘অপ্রাকৃতিক’। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। ওয়ালিউর রহমান বলেন, ১৯৭১ সালে আমেরিকা আমাদের বিরুদ্ধে কাজ করেছিল। ১৯৭৪ সালে জাতিসংঘে বক্তৃতায় বঙ্গবন্ধু বলেছিলেন, আমেরিকা আমাদের বিরুদ্ধে যা করেছে তা আর করবে না। দেশটি নিয়ে বঙ্গবন্ধু ব্যক্তিগতভাবে কোনো কথা বলেননি। কিন্তু এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসম্মুখে বলছেন। ‘সি কলড আউট ইন এ পার্লামেন্ট’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার মনে হয় আমেরিকা আমার সরকারকে চায় না।’ র্যাবের ওপর কেন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে সেই প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেছেন, এই র্যাব তো আমেরিকাই তৈরি করেছে। র্যাবের ট্রেনিং হয়েছে আমেরিকাতে। র্যাবের অস্ত্রশস্ত্রও আমেরিকা দিয়েছে। এ জন্য র্যাব কোনো ভুল করে থাকলে তা আমেরিকাই ঠিক করে দেবে। আবার এটাও ঠিক প্রধানমন্ত্রী বলেছেন, আমেরিকা নিষেধাজ্ঞা দেওয়ার পর আমরা সচেতন হয়ে গিয়েছি। আর এ সচেতনতার পর র্যাবের মাধ্যমে আর কোনো অবৈধ কর্মকান্ড হয়নি। সাবেক এই রাষ্ট্রদূত বলেন, এরই মধ্যে আমেরিকান স্টাবলিসমেন্ট ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে ঢাকায় এসেছিল। সেখানে দেশটির পরিপূর্ণ অংশগ্রহণ ছিল। প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, সে জায়গা থেকে তিনি সরে আসেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা একদমই ঠিক। তিনি বলেন, আমাদের জিডিপি, পণ্য উৎপাদন, সুশীল সমাজ সব মিলিয়ে বাংলাদেশের একটি ইতিবাচক অবস্থান তৈরি হয়েছে। এখন প্রশ্ন তৈরি হতেই পারে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশ কিছু না করার পরও কেন র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলো? ওয়ালিউর রহমান বলেন, বিশ্বে কত খারাপ দেশ আছে, যেখানে মানবিক অধিকার বলে কিছু নেই। কিন্তু বাংলাদেশে বিচার ব্যবস্থা ও সরকার ব্যবস্থা থাকার পরও বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের এমন আচরণ দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আমারও ধারণা হয় যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে পছন্দ করে না।
শিরোনাম
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
তারা কী চায় পরিষ্কার নয়
----- ওয়ালিউর রহমান
জিন্নাতুন নূর
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর