সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের মতে, যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশের কাছে কী চায় তা পরিষ্কার নয়। তাদের আচরণ খুবই অস্বাভাবিক। কারণ আমেরিকার (যুক্তরাষ্ট্র) মতো পরাশক্তি আমাদের ওপর স্যাংশন (নিষেধাজ্ঞা) দেবে, আর তারা এটি কেন দিয়েছে তা নিয়ে কথা বলবে না, এটা নিয়ে চুপচাপ আছে। এই নিষেধাজ্ঞা কতদিন রাখবে সেটিও ঠিক নেই, এটা খুবই ‘অপ্রাকৃতিক’। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। ওয়ালিউর রহমান বলেন, ১৯৭১ সালে আমেরিকা আমাদের বিরুদ্ধে কাজ করেছিল। ১৯৭৪ সালে জাতিসংঘে বক্তৃতায় বঙ্গবন্ধু বলেছিলেন, আমেরিকা আমাদের বিরুদ্ধে যা করেছে তা আর করবে না। দেশটি নিয়ে বঙ্গবন্ধু ব্যক্তিগতভাবে কোনো কথা বলেননি। কিন্তু এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসম্মুখে বলছেন। ‘সি কলড আউট ইন এ পার্লামেন্ট’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার মনে হয় আমেরিকা আমার সরকারকে চায় না।’ র্যাবের ওপর কেন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে সেই প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেছেন, এই র্যাব তো আমেরিকাই তৈরি করেছে। র্যাবের ট্রেনিং হয়েছে আমেরিকাতে। র্যাবের অস্ত্রশস্ত্রও আমেরিকা দিয়েছে। এ জন্য র্যাব কোনো ভুল করে থাকলে তা আমেরিকাই ঠিক করে দেবে। আবার এটাও ঠিক প্রধানমন্ত্রী বলেছেন, আমেরিকা নিষেধাজ্ঞা দেওয়ার পর আমরা সচেতন হয়ে গিয়েছি। আর এ সচেতনতার পর র্যাবের মাধ্যমে আর কোনো অবৈধ কর্মকান্ড হয়নি। সাবেক এই রাষ্ট্রদূত বলেন, এরই মধ্যে আমেরিকান স্টাবলিসমেন্ট ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে ঢাকায় এসেছিল। সেখানে দেশটির পরিপূর্ণ অংশগ্রহণ ছিল। প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, সে জায়গা থেকে তিনি সরে আসেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা একদমই ঠিক। তিনি বলেন, আমাদের জিডিপি, পণ্য উৎপাদন, সুশীল সমাজ সব মিলিয়ে বাংলাদেশের একটি ইতিবাচক অবস্থান তৈরি হয়েছে। এখন প্রশ্ন তৈরি হতেই পারে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশ কিছু না করার পরও কেন র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলো? ওয়ালিউর রহমান বলেন, বিশ্বে কত খারাপ দেশ আছে, যেখানে মানবিক অধিকার বলে কিছু নেই। কিন্তু বাংলাদেশে বিচার ব্যবস্থা ও সরকার ব্যবস্থা থাকার পরও বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের এমন আচরণ দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আমারও ধারণা হয় যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে পছন্দ করে না।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ