দ্বাদশ সংসদ নির্বাচনের প্রশিক্ষকদের প্রশিক্ষণের মতো বিশাল কর্মযজ্ঞ শুরুর মধ্য দিয়ে ভোটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গেছে। এ নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণার আগে ও পরে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের ১০ লাখের মতো ভোটসম্পৃক্ত কর্মকর্তার প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) শুরু হয়েছে। এ অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ‘বড় কর্মযজ্ঞ শুরু হচ্ছে। এটা নিয়ে বলা যায়, ২০২৪ সালের গোড়ার দিকে একেবারে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আমরা এখনো তারিখ ঠিক করিনি। সেই দ্বাদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গেল।’ এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। নভেম্বরে ভোটের তফসিলের প্রস্তুতি থাকলেও কমিশন সভা করে যথাসময়ে তফসিল দেওয়ার কথা জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের আভাস দিলেন এই নির্বাচন কমিশনার। এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়ে জোর দেওয়ার পাশাপাশি বিদ্যমান আইন-বিধি অনুযায়ী তাদের দায়িত্ব-কর্তব্য তুলে ধরেন তিনি। সিইসি বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তার কেন্দ্রের দায়িত্ব উপলব্ধি করতে হবে। আইন সংস্কার করে প্রিসাইডিং কর্মকর্তার ক্ষমতা আরও বাড়ানো হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন করাটাই সার্থকতা হবে ইসির। আমরা চাই অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং তা হতে হবে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য।’ নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জানান, কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য সবার সহযোগিতা দরকার। যত সুন্দরভাবে প্রশিক্ষণ হবে, ততই একটা সুন্দর নির্বাচন হবে। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘আপনারা আইনকানুনগুলো ভালো করে দেখে নেবেন, পড়ে নেবেন। নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে খেয়াল রাখবেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।’ নির্বাচন কমিশনার মো. আলমগীর প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘মাস্টার ট্রেইনার হিসেবে আপনাদের সব জানতে হবে। নয়তো মাঠে গিয়ে প্রশিক্ষণ দিলে ভুল হবে। এত আইনকানুন প্রশিক্ষণেরও প্রয়োজন হয়। আমাদের নির্বাচন আইন-বিধি আছে, প্রশিক্ষণের পাশাপাশি সেগুলো আপনারা দেখে বা পড়ে নেবেন।’ এ প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
শিরোনাম
- গাজীপুরে ফুটবল খেলার বিরোধে খুন, অভিযুক্তের বাড়িতে আগুন
- আরেকটি ‘নাকবার’ সাক্ষী হতে পারে বিশ্ববাসী, সতর্ক করল জাতিসংঘ
- যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’, ভারতের ২৬ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত
- আইইউবিএটির প্রতিষ্ঠাতা ড. এম আলিমউল্যার মৃত্যুবার্ষিকী আজ
- ‘আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না’
- ‘প্রকল্প বাস্তবায়নে পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে’
- সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য অস্বীকার করল ভারত
- ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে কথা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ৪৮ দল নিয়ে নারী বিশ্বকাপ!
- জাতীয় সনদ নাগরিকের সকল অধিকার সুরক্ষিত করবে : আলী রীয়াজ
- তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজশাহী ও চুয়াডাঙ্গা
- সারাদেশের মহাসড়কে ব্লকেড না দেওয়ার আহ্বান হাসনাতের
- পাকিস্তানের সঙ্গে সংঘাত : ভারতের ৩২ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা
- উচ্চ-গতির মিসাইল ব্যবহার করছে পাকিস্তান, বলল ভারত
- শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ চলছে
- ইমরান খানের কারাগারে ড্রোন হামলা চালাতে পারে ভারত, দাবি পিটিআই’র
- তুরস্কের ড্রোন ব্যবহার করছে পাকিস্তান, দাবি ভারতের
- এক সপ্তাহের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৩৬ স্থানে ৪০০ ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি দিল্লির
জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’, ভারতের ২৬ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত
৩৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত: ১২ ঘণ্টা পর দক্ষিণাঞ্চলের সঙ্গে রেল চলাচল স্বাভাবিক
৩৪ মিনিট আগে | দেশগ্রাম

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে কথা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম