বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, অন্তর্ভুক্তিমূলক সমাজের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে একজন কুলি পর্যন্ত সবার অংশগ্রহণ ছিল। এর থেকে বড় অন্তর্ভুক্তিমূলক ঘটনা আর হয় না। একই সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে আত্মত্যাগ, বীরত্ব ও অর্জনের সবচেয়ে বড় উদাহরণ। গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ আয়োজিত ‘মুক্তিযুদ্ধের দর্শন : অন্তর্ভুক্তিমূলক সমাজ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সেমিনারে ড. মুহম্মদ জাফর ইকবাল আরও বলেন, দেশকে স্বাধীন করার জন্য যাঁরা অকাতরে রক্ত ঝরিয়েছেন, তাঁদের রক্তের ঋণ কোনোদিনও শোধ করা সম্ভব নয়। তবুও সে চেষ্টা আমাদের করতে হবে। দেশের জন্য আবেগ নিয়ে কাজ করতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জের উপ-উপাচার্য অধ্যাপক মো. নূরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ তানভীর কায়ছার। স্বাগত বক্তব্য রাখেন দর্শন বিভাগের চেয়ারম্যান শাহানাজ পারভীন রিমি। সেমিনারে জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস, শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী ও সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীরসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
- গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান
- পরের রাউন্ডে ভালো খেলবে বাংলাদেশ : নান্নু
দেশ এগিয়ে নিতে কাজ করতে হবে
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর