রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আওয়ামী লীগকেই খেসারত দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগকেই খেসারত দিতে হবে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, একতরফা নির্বাচনের জন্য আওয়ামী লীগকে যুগ যুগ ধরে খেসারত দিতে হবে। ‘নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপিকে অনেক দিন খেসারত দিতে হবে’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। বিএনপির কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি বক্তব্য দিচ্ছিলেন। জয়নুল আবদিন ফারুক ওবায়দুল কাদেরের উদ্দেশে বলেন, ‘অপেক্ষা করুন, সময় খুব কাছে। আপনাকে খেসারতের জন্য জনগণের কাছে দাঁড়াতে হবে। বিএনপি নেতাদের গ্রেফতার ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি মনজুর রহীম ভুঁইয়ার সভাপতিত্বে ও সোহেল রানার সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিএনপির আবদুল কালাম আজাদ সিদ্দিকী, কাজী মনিরুজ্জামান মুনির, এজমল হোসেন পাইলট, রফিকুল ইসলাম, কাদের সিদ্দিকী, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

 

সর্বশেষ খবর