ভারতে হত্যার শিকার ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার স্বর্ণ চোরাচালানকারী ছিলেন বলে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সে বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সে কী ছিল সেটি বড় কথা নয়, তার জনপ্রিয়তা দেখেই দল তাকে মনোনয়ন দিয়েছে। গতকাল তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় এক সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিচিতি ও ঈদ পুনর্মিলনীর এ সভায় ওবায়দুল কাদের আরও বলেন, সে কী ছিল সেটা বড় কথা নয়; সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সেই এলাকায় গিয়ে দেখুন, তার জন্য শোকার্ত মানুষের হাহাকার চলছে। সে মোটরসাইকেলে করে সারা এলাকা ঘুরত। তাকে আমরা তৃতীয়বার মনোনয়ন দিয়েছি এলাকায় জনপ্রিয়তা দেখে। তিনি বলেন, সে যদি ভিতরে ভিতরে কোনো অপকর্মের সঙ্গে জড়িত থাকে আর সেটি প্রমাণিত হয় সেক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এসবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। অপরাধী যদি দলের লোকও হয় তারপরও তিনি ছাড় দেন না। ওবায়দুল কাদের সাংবাদিকদের উদ্দেশে বলেন, আনার তিনবার জাতীয় সংসদের এমপি নির্বাচিত হয়েছেন। এখন ভারতীয় সাংবাদিকরা তাকে চোরাকারবারি বলছে আর আপনারা সেটির উদ্ধৃতি দিচ্ছেন। আপনারা তো এ দেশের নাগরিক, সে যদি অপরাধী হয়, তাহলে আপনাদের অনুসন্ধানী প্রতিবেদনে সেটি এলো না কেন? দেশের ক্রীড়াঙ্গন নিয়ে সেতুমন্ত্রী বলেন, আমার সময়েই প্রথমবার সাফ গেমসে ফুটবলে গোল্ড পেয়েছিল বাংলাদেশ। নেপালকে ১-০ তে পরাজিত করে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। এখন মালদ্বীপের কাছে যখন বাংলাদেশ হারে তখন খুব লজ্জা হয়। তিনি বলেন, ক্রিকেটেও আমি যখন ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলাম তখন বাংলাদেশ বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল। দুটো বিজয় এসেছিল, একটি স্কটল্যান্ডের সঙ্গে, আরেকটি পাকিস্তানের সঙ্গে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা পেয়েছিল। সেই সময় প্রতিবন্ধীরাও ২০টি পদক জিতেছিল। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও উপকমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য ও উপকমিটির কো-চেয়ারম্যান হারুনুর রশীদ। সঞ্চালনা করেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব মাশরাফি বিন মর্তুজা।
শিরোনাম
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়