শুক্রবার, ২৪ মে, ২০২৪ ০০:০০ টা
ওবায়দুল কাদের

জনপ্রিয়তা দেখেই আনারকে মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক

জনপ্রিয়তা দেখেই আনারকে মনোনয়ন

ভারতে হত্যার শিকার ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার স্বর্ণ চোরাচালানকারী ছিলেন বলে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সে বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সে কী ছিল সেটি বড় কথা নয়, তার জনপ্রিয়তা দেখেই দল তাকে মনোনয়ন দিয়েছে। গতকাল তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় এক সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিচিতি ও ঈদ পুনর্মিলনীর এ সভায় ওবায়দুল কাদের আরও বলেন, সে কী ছিল সেটা বড় কথা নয়; সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সেই এলাকায় গিয়ে দেখুন, তার জন্য শোকার্ত মানুষের হাহাকার চলছে। সে মোটরসাইকেলে করে সারা এলাকা ঘুরত। তাকে আমরা তৃতীয়বার মনোনয়ন দিয়েছি এলাকায় জনপ্রিয়তা দেখে। তিনি বলেন, সে যদি ভিতরে ভিতরে কোনো অপকর্মের সঙ্গে জড়িত থাকে আর সেটি প্রমাণিত হয় সেক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এসবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। অপরাধী যদি দলের লোকও হয় তারপরও তিনি ছাড় দেন না। ওবায়দুল কাদের সাংবাদিকদের উদ্দেশে বলেন, আনার তিনবার জাতীয় সংসদের এমপি নির্বাচিত হয়েছেন। এখন ভারতীয় সাংবাদিকরা তাকে চোরাকারবারি বলছে আর আপনারা সেটির উদ্ধৃতি দিচ্ছেন। আপনারা তো এ দেশের নাগরিক, সে যদি অপরাধী হয়, তাহলে আপনাদের অনুসন্ধানী প্রতিবেদনে সেটি এলো না কেন? দেশের ক্রীড়াঙ্গন নিয়ে সেতুমন্ত্রী বলেন, আমার সময়েই প্রথমবার সাফ গেমসে ফুটবলে গোল্ড পেয়েছিল বাংলাদেশ। নেপালকে ১-০ তে পরাজিত করে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। এখন মালদ্বীপের কাছে যখন বাংলাদেশ হারে তখন খুব লজ্জা হয়। তিনি বলেন, ক্রিকেটেও আমি যখন ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলাম তখন বাংলাদেশ বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল। দুটো বিজয় এসেছিল, একটি স্কটল্যান্ডের সঙ্গে, আরেকটি পাকিস্তানের সঙ্গে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা পেয়েছিল। সেই সময় প্রতিবন্ধীরাও ২০টি পদক জিতেছিল। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও উপকমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য ও উপকমিটির কো-চেয়ারম্যান হারুনুর রশীদ। সঞ্চালনা করেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব মাশরাফি বিন মর্তুজা।

সর্বশেষ খবর