রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (সিসিইউ) সুবিধাসংবলিত কেবিনে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে অস্ত্রোপচার-পরবর্তী সৃষ্ট জটিলতার বিষয়ে তাঁর চিকিৎসা চলছে। গতকালও রক্তসহ বেশ কয়েকটি পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিনই বৈঠক করছে। বৈঠকে বিভিন্ন পরীক্ষানিরীক্ষার রিপোর্ট নিয়ে আলোচনা-পর্যালোচনা শেষে ওষুধপত্র দিচ্ছে। বিএনপিপ্রধানের সর্বশেষ অবস্থা সম্পর্কে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, চেয়ারপারসন এখনো মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে সিসিইউ সুবিধাসংবলিত কেবিনে চিকিৎসাধীন আছেন। প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষাগুলো করা হচ্ছে। এসব টেস্টের রিপোর্ট পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছেন, লিভার সিরোসিসের কারণে সম্প্রতি বেগম খালেদা জিয়ার শরীরে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে। সেগুলো স্থিতিশীল পর্যায়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। এ নিয়ে প্রতিদিনই একাধিকবার বৈঠকে বসে তাঁর শারীরিক অবস্থা পর্যালোচনা করছেন বোর্ডের সদস্যরা। গতকালও তাঁরা বৈঠক করেছেন। দুই দিন আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিসহ কয়েকটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে মেডিকেল বোর্ডের সদস্যরা ভার্চুয়াল বৈঠক করেছেন। এর আগে ৮ জুলাই ভোরবেলায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর আগে এ হাসপাতালেই তাঁর অস্ত্রোপচার হয়।
শিরোনাম
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
অস্ত্রোপচার-পরবর্তী জটিলতার চিকিৎসা চলছে খালেদা জিয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর