রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (সিসিইউ) সুবিধাসংবলিত কেবিনে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে অস্ত্রোপচার-পরবর্তী সৃষ্ট জটিলতার বিষয়ে তাঁর চিকিৎসা চলছে। গতকালও রক্তসহ বেশ কয়েকটি পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিনই বৈঠক করছে। বৈঠকে বিভিন্ন পরীক্ষানিরীক্ষার রিপোর্ট নিয়ে আলোচনা-পর্যালোচনা শেষে ওষুধপত্র দিচ্ছে। বিএনপিপ্রধানের সর্বশেষ অবস্থা সম্পর্কে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, চেয়ারপারসন এখনো মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে সিসিইউ সুবিধাসংবলিত কেবিনে চিকিৎসাধীন আছেন। প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষাগুলো করা হচ্ছে। এসব টেস্টের রিপোর্ট পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছেন, লিভার সিরোসিসের কারণে সম্প্রতি বেগম খালেদা জিয়ার শরীরে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে। সেগুলো স্থিতিশীল পর্যায়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। এ নিয়ে প্রতিদিনই একাধিকবার বৈঠকে বসে তাঁর শারীরিক অবস্থা পর্যালোচনা করছেন বোর্ডের সদস্যরা। গতকালও তাঁরা বৈঠক করেছেন। দুই দিন আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিসহ কয়েকটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে মেডিকেল বোর্ডের সদস্যরা ভার্চুয়াল বৈঠক করেছেন। এর আগে ৮ জুলাই ভোরবেলায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর আগে এ হাসপাতালেই তাঁর অস্ত্রোপচার হয়।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
অস্ত্রোপচার-পরবর্তী জটিলতার চিকিৎসা চলছে খালেদা জিয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর