র্যাব সদস্য পরিচয়ে প্রতারণা করতে যাওয়া একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতা রাকিবসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-১।
গ্রেপ্তাররা হলেন কাজী রাকিবুর রহমান ওরফে রাকিব, খন্দকার আল ফয়সাল, মো. রাসেল, মো. জিলানী, মো. সুজন মিয়া, মো. শওকত, এইচ এম রনি, মো. গোলাম মোস্তফা, আমর নাহিল ও আশরাফুর রহমান। তাদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন, ১৫টি সিমকার্ড, সাতটি মোটরসাইকেল, পাঁচটি ভুয়া আইডি কার্ড, চারটি র?্যাব জ্যাকেট, একটি হ্যান্ডকাফ সেট ও নগদ ৫৯ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১-এর অপস অফিসার এএসপি মো. মাহফুজুর রহমান গতকাল এসব তথ্য জানান। তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে আমরা জানতে পারি উত্তরা পশ্চিম থানা এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ব্যবসায়ী, শিল্পপতি, রাজনৈতিক নেতা-কর্মী এবং বিত্তশালী ব্যক্তিদের কাছে নিজেদের র?্যাব পরিচয় দিচ্ছে। প্রতারকরা র?্যাবের জ্যাকেট পরে ও বেশ ধারণ করে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে আদায়কৃত টাকাপয়সাসহ উত্তরায় অবস্থান করছে। পরে ঘটনাস্থলে যায় র্যাব। টের পেয়ে প্রতারক চক্রের ১৮-২০ সদস্য পালানোর চেষ্টা করেন। পরে বিভিন্ন আলামতসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।’