পাকিস্তানের বেলুচিস্তানের মাস্তুং জেলায় ভয়াবহ এক বিস্ফোরণে পাঁচ শিশুসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৭ জন। সূত্র : দ্য ডন। পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। কালাত বিভাগের পুলিশ কমিশনার নাঈম বাজাই বলেন, এখন পর্যন্ত পাঁচ শিশু, এক পুলিশসহ সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৭ জন। তিনি বলেন, মাস্তুং সিভিল হাসপাতালের পাশে সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে।
মনে হচ্ছে, এটা পুঁতে রাখা আইইডির (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ। আহতদের নবাব ঘৌস বখশ হাসপাতাল এবং মাস্তুং জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য কোয়েটায় স্থানান্তর করা হয়েছে।