বাংলাদেশে ‘সংখ্যালঘুদের ওপর নির্যাতন’ এবং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। এরই মধ্যে রাজ্যটির প্রধান বিরোধী দল বিজেপি কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে। কর্মসূচি অনুযায়ী আজ সোমবার বাংলাদেশ-ভারতের মধ্যে বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল অবরোধ করারও ঘোষণা দেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসসহ ইসকনের আরও কয়েকজন সন্ন্যাসীকে গ্রেপ্তারের প্রতিবাদে কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল সংঘটিত করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল এবং হিন্দুত্ববাদী ও সনাতনী ধর্মাবলম্বী সংগঠনগুলো। গতকাল রাজ্যটির দুর্গাপুরে পথে নামে বিশ্ব সনাতনী হিন্দু একতা সংঘ। দুর্গাপুরের মায়াবাজার এলাকায় হরিনামের মাধ্যমে চলে প্রতিবাদ। এদিন বিকালে হাওড়া জেলার বালিখালসংলগ্ন শ্রীকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে বেলুড় বাজার নেতাজি পার্ক পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে সিপিআইএম। একই ইস্যুতে এদিন বিকালে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর শ্যামনগর বাসুদেবপুর মোড়ে বিক্ষোভ সমাবেশ করে মতুয়া মহাসংঘ। পরে কিছুক্ষণ কল্যাণী এক্সপ্রেসওয়ে সড়ক অবরোধ করে। ফলে জেলার ওই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। এই জেলার সদর শহর বারাসাতেও বাম সংগঠনগুলোর তরফে আয়োজন করা হয় সম্প্রীতির মিছিল। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল হুঁশিয়ারি দিয়ে বলেন, চিন্ময় কৃষ্ণকে নিঃশর্ত মুক্তি না দেওয়া হলে সোমবার সকাল ১০টা থেকে প্রায় লাখ মানুষের জমায়েত করে স্থলবন্দর পেট্রাপোল অবরোধ করা হবে। পেট্রাপোল সীমান্তে বিজেপির এই কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল সকাল থেকেই দেখা গেল পেট্রাপোল সীমান্তে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য প্রচুর মানুষের ভিড় জমে ওঠে। কেউ কেউ দেশে ফিরে যাওয়ার জন্য রাত দুটো থেকে ইমিগ্রেশন সেন্টারের বাইরে লম্বা লাইনে অপেক্ষা করেছেন।
শিরোনাম
- মহেশ বাবু–রাজামৌলির ‘বারাণসী’র চোখ ধাঁধানো টিজার
- অগ্নিসন্ত্রাসের জনক একজনই: সোহেল তাজ
- রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ আজ
- ট্রাইব্যুনালে আনা হয়েছে সাবেক আইজিপি মামুনকে
- মোহাম্মদপুরে বিদেশি রিভলভারসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
- পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তা বদলি
- নভেম্বরের প্রধমার্ধে প্রবাসী আয় ২৩.১ শতাংশ বেড়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাসে কতটা দূষণ?
- তিতুমীর কলেজের সামনে ও আমতলীতে ককটেল বিস্ফোরণ
- রাজধানীতে অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
- রায়ের আগে ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার
- কঙ্গোয় তামা–কোবাল্ট খনিতে সেতু ধসে নিহত ৩২ শ্রমিক
- ভারতকে লজ্জায় ফেলে পাকিস্তানের সহজ জয়
- লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা : নিহত ১
- ভেনেজুয়েলায় সামরিক হামলা নিয়ে মনস্থির করে ফেলেছি: ট্রাম্প
- ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা