বাংলাদেশে ‘সংখ্যালঘুদের ওপর নির্যাতন’ এবং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। এরই মধ্যে রাজ্যটির প্রধান বিরোধী দল বিজেপি কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে। কর্মসূচি অনুযায়ী আজ সোমবার বাংলাদেশ-ভারতের মধ্যে বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল অবরোধ করারও ঘোষণা দেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসসহ ইসকনের আরও কয়েকজন সন্ন্যাসীকে গ্রেপ্তারের প্রতিবাদে কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল সংঘটিত করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল এবং হিন্দুত্ববাদী ও সনাতনী ধর্মাবলম্বী সংগঠনগুলো। গতকাল রাজ্যটির দুর্গাপুরে পথে নামে বিশ্ব সনাতনী হিন্দু একতা সংঘ। দুর্গাপুরের মায়াবাজার এলাকায় হরিনামের মাধ্যমে চলে প্রতিবাদ। এদিন বিকালে হাওড়া জেলার বালিখালসংলগ্ন শ্রীকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে বেলুড় বাজার নেতাজি পার্ক পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে সিপিআইএম। একই ইস্যুতে এদিন বিকালে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর শ্যামনগর বাসুদেবপুর মোড়ে বিক্ষোভ সমাবেশ করে মতুয়া মহাসংঘ। পরে কিছুক্ষণ কল্যাণী এক্সপ্রেসওয়ে সড়ক অবরোধ করে। ফলে জেলার ওই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। এই জেলার সদর শহর বারাসাতেও বাম সংগঠনগুলোর তরফে আয়োজন করা হয় সম্প্রীতির মিছিল। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল হুঁশিয়ারি দিয়ে বলেন, চিন্ময় কৃষ্ণকে নিঃশর্ত মুক্তি না দেওয়া হলে সোমবার সকাল ১০টা থেকে প্রায় লাখ মানুষের জমায়েত করে স্থলবন্দর পেট্রাপোল অবরোধ করা হবে। পেট্রাপোল সীমান্তে বিজেপির এই কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল সকাল থেকেই দেখা গেল পেট্রাপোল সীমান্তে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য প্রচুর মানুষের ভিড় জমে ওঠে। কেউ কেউ দেশে ফিরে যাওয়ার জন্য রাত দুটো থেকে ইমিগ্রেশন সেন্টারের বাইরে লম্বা লাইনে অপেক্ষা করেছেন।
শিরোনাম
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ