বাংলাদেশে ‘সংখ্যালঘুদের ওপর নির্যাতন’ এবং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। এরই মধ্যে রাজ্যটির প্রধান বিরোধী দল বিজেপি কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে। কর্মসূচি অনুযায়ী আজ সোমবার বাংলাদেশ-ভারতের মধ্যে বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল অবরোধ করারও ঘোষণা দেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসসহ ইসকনের আরও কয়েকজন সন্ন্যাসীকে গ্রেপ্তারের প্রতিবাদে কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল সংঘটিত করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল এবং হিন্দুত্ববাদী ও সনাতনী ধর্মাবলম্বী সংগঠনগুলো। গতকাল রাজ্যটির দুর্গাপুরে পথে নামে বিশ্ব সনাতনী হিন্দু একতা সংঘ। দুর্গাপুরের মায়াবাজার এলাকায় হরিনামের মাধ্যমে চলে প্রতিবাদ। এদিন বিকালে হাওড়া জেলার বালিখালসংলগ্ন শ্রীকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে বেলুড় বাজার নেতাজি পার্ক পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে সিপিআইএম। একই ইস্যুতে এদিন বিকালে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর শ্যামনগর বাসুদেবপুর মোড়ে বিক্ষোভ সমাবেশ করে মতুয়া মহাসংঘ। পরে কিছুক্ষণ কল্যাণী এক্সপ্রেসওয়ে সড়ক অবরোধ করে। ফলে জেলার ওই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। এই জেলার সদর শহর বারাসাতেও বাম সংগঠনগুলোর তরফে আয়োজন করা হয় সম্প্রীতির মিছিল। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল হুঁশিয়ারি দিয়ে বলেন, চিন্ময় কৃষ্ণকে নিঃশর্ত মুক্তি না দেওয়া হলে সোমবার সকাল ১০টা থেকে প্রায় লাখ মানুষের জমায়েত করে স্থলবন্দর পেট্রাপোল অবরোধ করা হবে। পেট্রাপোল সীমান্তে বিজেপির এই কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল সকাল থেকেই দেখা গেল পেট্রাপোল সীমান্তে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য প্রচুর মানুষের ভিড় জমে ওঠে। কেউ কেউ দেশে ফিরে যাওয়ার জন্য রাত দুটো থেকে ইমিগ্রেশন সেন্টারের বাইরে লম্বা লাইনে অপেক্ষা করেছেন।
শিরোনাম
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা