বাংলাদেশে ‘সংখ্যালঘুদের ওপর নির্যাতন’ এবং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। এরই মধ্যে রাজ্যটির প্রধান বিরোধী দল বিজেপি কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে। কর্মসূচি অনুযায়ী আজ সোমবার বাংলাদেশ-ভারতের মধ্যে বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল অবরোধ করারও ঘোষণা দেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসসহ ইসকনের আরও কয়েকজন সন্ন্যাসীকে গ্রেপ্তারের প্রতিবাদে কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল সংঘটিত করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল এবং হিন্দুত্ববাদী ও সনাতনী ধর্মাবলম্বী সংগঠনগুলো। গতকাল রাজ্যটির দুর্গাপুরে পথে নামে বিশ্ব সনাতনী হিন্দু একতা সংঘ। দুর্গাপুরের মায়াবাজার এলাকায় হরিনামের মাধ্যমে চলে প্রতিবাদ। এদিন বিকালে হাওড়া জেলার বালিখালসংলগ্ন শ্রীকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে বেলুড় বাজার নেতাজি পার্ক পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে সিপিআইএম। একই ইস্যুতে এদিন বিকালে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর শ্যামনগর বাসুদেবপুর মোড়ে বিক্ষোভ সমাবেশ করে মতুয়া মহাসংঘ। পরে কিছুক্ষণ কল্যাণী এক্সপ্রেসওয়ে সড়ক অবরোধ করে। ফলে জেলার ওই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। এই জেলার সদর শহর বারাসাতেও বাম সংগঠনগুলোর তরফে আয়োজন করা হয় সম্প্রীতির মিছিল। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল হুঁশিয়ারি দিয়ে বলেন, চিন্ময় কৃষ্ণকে নিঃশর্ত মুক্তি না দেওয়া হলে সোমবার সকাল ১০টা থেকে প্রায় লাখ মানুষের জমায়েত করে স্থলবন্দর পেট্রাপোল অবরোধ করা হবে। পেট্রাপোল সীমান্তে বিজেপির এই কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল সকাল থেকেই দেখা গেল পেট্রাপোল সীমান্তে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য প্রচুর মানুষের ভিড় জমে ওঠে। কেউ কেউ দেশে ফিরে যাওয়ার জন্য রাত দুটো থেকে ইমিগ্রেশন সেন্টারের বাইরে লম্বা লাইনে অপেক্ষা করেছেন।
শিরোনাম
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা