বাংলাদেশে ‘সংখ্যালঘুদের ওপর নির্যাতন’ এবং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। এরই মধ্যে রাজ্যটির প্রধান বিরোধী দল বিজেপি কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে। কর্মসূচি অনুযায়ী আজ সোমবার বাংলাদেশ-ভারতের মধ্যে বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল অবরোধ করারও ঘোষণা দেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসসহ ইসকনের আরও কয়েকজন সন্ন্যাসীকে গ্রেপ্তারের প্রতিবাদে কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল সংঘটিত করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল এবং হিন্দুত্ববাদী ও সনাতনী ধর্মাবলম্বী সংগঠনগুলো। গতকাল রাজ্যটির দুর্গাপুরে পথে নামে বিশ্ব সনাতনী হিন্দু একতা সংঘ। দুর্গাপুরের মায়াবাজার এলাকায় হরিনামের মাধ্যমে চলে প্রতিবাদ। এদিন বিকালে হাওড়া জেলার বালিখালসংলগ্ন শ্রীকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে বেলুড় বাজার নেতাজি পার্ক পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে সিপিআইএম। একই ইস্যুতে এদিন বিকালে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর শ্যামনগর বাসুদেবপুর মোড়ে বিক্ষোভ সমাবেশ করে মতুয়া মহাসংঘ। পরে কিছুক্ষণ কল্যাণী এক্সপ্রেসওয়ে সড়ক অবরোধ করে। ফলে জেলার ওই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। এই জেলার সদর শহর বারাসাতেও বাম সংগঠনগুলোর তরফে আয়োজন করা হয় সম্প্রীতির মিছিল। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল হুঁশিয়ারি দিয়ে বলেন, চিন্ময় কৃষ্ণকে নিঃশর্ত মুক্তি না দেওয়া হলে সোমবার সকাল ১০টা থেকে প্রায় লাখ মানুষের জমায়েত করে স্থলবন্দর পেট্রাপোল অবরোধ করা হবে। পেট্রাপোল সীমান্তে বিজেপির এই কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল সকাল থেকেই দেখা গেল পেট্রাপোল সীমান্তে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য প্রচুর মানুষের ভিড় জমে ওঠে। কেউ কেউ দেশে ফিরে যাওয়ার জন্য রাত দুটো থেকে ইমিগ্রেশন সেন্টারের বাইরে লম্বা লাইনে অপেক্ষা করেছেন।
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
উত্তপ্ত পশ্চিমবঙ্গ
আজ পেট্রাপোল স্থলবন্দর অবরোধের ঘোষণা
কলকাতা ও বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর