নির্বাচনব্যবস্থা ঢেলে সাজাতে সংস্কার কমিশন যেসব প্রস্তাব রেখেছে, সেগুলোর চূড়ান্ত রূপ পাওয়া গেলে নির্বাচন কমিশনও তাদের ‘করণীয় ঠিক করতে পারবে’ বলে জানিয়েছেন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে নির্বাচন সংস্কার কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এই ইসি কমিশনার। তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া আমাদের দায়িত্ব, এটা আমানত। রাতের ভোট আমরা কল্পনা করতে পারি না। আমরা আত্মবিশ্বাসী সবার সহযোগিতা পেলে নিরপেক্ষ, সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারব।
বুধবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুদক ও পুলিশ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
ইসি কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচনি আইনসহ বিভিন্ন বিষয়ে সংস্কারের প্রস্তাব নিয়ে এখনই কমিশনার ‘আগাম’ কিছু বলতে পারছে না; তবে যত দ্রুত সংস্কার প্রস্তাব কমিশনের কাছে আসবে ততই প্রস্তুতিতে সহায়ক হবে। সবকিছু যখন একটা শেপ বা আকারে আসবে তখন আমরা চিন্তা করব কীভাবে ইসিকে ইন্ভল্ভ করা যায়। যত দ্রুত আসবে ততই প্রস্তুতি নিতে আমাদের জন্য সহায়ক হবে।
৪০ শতাংশ ভোট না হলে সংশ্লিষ্ট আসনে পুনর্নির্বাচনের সুপারিশের বিষয়ে এ নির্বাচন কমিশনার বলেন, এ ক্ষেত্রে আইনের পরিবর্তনগত বিষয় আসবে। সংবিধানের পরিবর্তনের বিষয় থাকবে, আইনের পরিবর্তনের বিষয় থাকতে পারে।