সাত বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতল জিম্বাবুয়ে। ২০১৮ সালে টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয়েছিল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের। সিলেটের অভিষেক টেস্টে বাংলাদেশকে হারিয়েছিল জিম্বাবুয়ে। টাইগারদের বিপক্ষে আফ্রিকান প্রতিনিধিদের সেটাই ছিল সর্বশেষ টেস্ট জয়। এরপর জিম্বাবুয়েসহ বহু দেশের বিপক্ষে টেস্ট খেলেছে বাংলাদেশ এবং জিতেছেও। এর মধ্যে দুই দুবার জিম্বাবুয়েকে হারিয়েছেও। এবার সুযোগ ছিল সাত বছর আগের সিলেটে হারের প্রতিশোধ নেওয়ার। সুযোগ সৃষ্টি করেছিলেন মেহেদি হাসান মিরাজ। স্পিন জাদুতে রোমাঞ্চ সৃষ্টি করেছিলেন। শেষ পর্যন্ত আর প্রতিশোধ নিতে পারেনি টাইগাররা। শেষ বিকালে দুই দুটি ক্যাচ মিসের খেসারত গুনেছে একদিন হাতে রেখে ৩ উইকেটে হেরে। জিম্বাবুয়ে টেস্টটি জিতেছে রেকর্ড গড়ে। কারণ দলটি এর আগে কখনই ১৬২ রানের বেশি তাড়া করে জিতেনি। এবার জিতল ১৭৪ রান তাড়া করে। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের দ্বিতীয়টি চট্টগ্রামে ২৮ এপ্রিল-২ মে। ২০১৮ সালে দুই দল দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলেছিল। টাইগাররা সিলেটে হারের প্রতিশোধ নিয়েছিল মিরপুরে। সিলেটে এখন পর্যন্ত টেস্ট হয়েছে চারটি। বাংলাদেশ জিতেছে একটি এবং হেরেছে বাকি তিনটি। সিলেটে প্রথম ইনিংসে নাজমুল বাহিনীর ১৯১ রানের জবাবে সফরকারীরা করেছিল ২৭৩ রান। দ্বিতীয় ইনিংসে নাজমুলরা ২৫৫ রান করে টার্গেট দিয়েছিল ১৭৪ রানের। সফরকারীরা ৫০.১ ওভারে সেটা টপকে যায় ওপেনার ব্রায়ান বেনেটের ৫৭ ও ৫৪ রানে। দুর্দান্ত বোলিং করে টেস্টসেরা হয়েছেন মুঝারাবানি ৯ উইকেট নিয়ে। সিলেটের আগে ১০ টেস্টে জিম্বাবুয়ে জয়ের মুখ দেখেনি। ৮টি হেরেছে এবং ড্র করেছে দুটি। দলটি সর্বশেষ জিতেছিল ৪ বছর আগে ২০২১ সালে, আবুধাবিতে ১০ উইকেটে হারিয়েছিল আফগানিস্তানকে। এরপর গত চার বছরে আরও ছয়টি সিরিজ খেললেও জয়ের মুখ দেখেনি। জিম্বাবুয়ে এবারের আগে সর্বশেষ বাংলাদেশে এসেছিল ২০২০ সালে। এক টেস্ট ম্যাচের সিরিজটি জিতেছিল টাইগাররা। চলতি বছর নাজমুল বাহিনী প্রথম টেস্ট খেলল এবং ব্যাটিং ব্যর্থতায় হারল একদিন হাতে রেখে। যদিও ম্যাচে ফিরিয়েছিলেন মেহেদি মিরাজের দুর্দান্ত বোলিংয়ে। দুই ইনিংসে ৫টি করে ১০ উইকেট নেন তিনি। তার ঘূর্ণিতে শেষ বিকালে শতভাগ রোমাঞ্চ ছড়ায় টেস্টটি। নাজমুল বাহিনী জয়োৎসব করতে পারেনি তিন ওভারের ব্যবধানে বদলি ফিল্ডার জাকির হাসান ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে দুই দুটি ক্যাচ মিস করে। টাইগাররা হারলেও রেকর্ড বুকে নাম লিখেছেন মেহেদি মিরাজ। সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের পর তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে মেহেদি মিরাজ ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। মিরাজের উইকেট ৫২ টেস্টে ২০০, তাইজুলের ৫২ টেস্টে ২১৯ ও সাকিবের উইকেট ৭১ টেস্টে ২৭৬।
শিরোনাম
- শেরপুরে গ্রেফতার ৩০ বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক কয়েদি নজরুল
- ৬২৩টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া : জেলেনস্কি
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি
- শরীরে পোকা, পচে গেছে মস্তিষ্ক— অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য
- গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্ট ১৪ জুলাই
- পাথর মেরে বর্বরোচিত হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ
- বাগেরহাটে তিন হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা
- তিতাসে গলাকাটা লাশের পরিচয় মিলেছে
- রাজবাড়ীর পদ্মাপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি
- বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি বেবিচক’র
- কক্সবাজার আ. লীগ অফিস এখন পৌর স্বাস্থ্যকেন্দ্র
- ধুনটে পুলিশকে কুপিয়ে হ্যান্ডকাপসহ পালানো সেই আসামি গ্রেপ্তার
- ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং-২০২৫ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
- কিছু দল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা নিতে তৎপর : প্রিন্স
- বগুড়ায় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক পরামর্শ সভা
- ছাত্রদল শহীদ পরিবারের পাশে সন্তানের মতো থাকবে : রাকিব
- হবিগঞ্জে ১৩৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা
- চুয়েটে ছাত্রদলের কমিটিতে থাকা নয় শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৩৯১
- মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেশিনারি মেলায় অংশ নিল বাংলাদেশ
রোমাঞ্চ ছড়ানো টেস্ট জিতল জিম্বাবুয়ে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর