সাত বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতল জিম্বাবুয়ে। ২০১৮ সালে টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয়েছিল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের। সিলেটের অভিষেক টেস্টে বাংলাদেশকে হারিয়েছিল জিম্বাবুয়ে। টাইগারদের বিপক্ষে আফ্রিকান প্রতিনিধিদের সেটাই ছিল সর্বশেষ টেস্ট জয়। এরপর জিম্বাবুয়েসহ বহু দেশের বিপক্ষে টেস্ট খেলেছে বাংলাদেশ এবং জিতেছেও। এর মধ্যে দুই দুবার জিম্বাবুয়েকে হারিয়েছেও। এবার সুযোগ ছিল সাত বছর আগের সিলেটে হারের প্রতিশোধ নেওয়ার। সুযোগ সৃষ্টি করেছিলেন মেহেদি হাসান মিরাজ। স্পিন জাদুতে রোমাঞ্চ সৃষ্টি করেছিলেন। শেষ পর্যন্ত আর প্রতিশোধ নিতে পারেনি টাইগাররা। শেষ বিকালে দুই দুটি ক্যাচ মিসের খেসারত গুনেছে একদিন হাতে রেখে ৩ উইকেটে হেরে। জিম্বাবুয়ে টেস্টটি জিতেছে রেকর্ড গড়ে। কারণ দলটি এর আগে কখনই ১৬২ রানের বেশি তাড়া করে জিতেনি। এবার জিতল ১৭৪ রান তাড়া করে। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের দ্বিতীয়টি চট্টগ্রামে ২৮ এপ্রিল-২ মে। ২০১৮ সালে দুই দল দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলেছিল। টাইগাররা সিলেটে হারের প্রতিশোধ নিয়েছিল মিরপুরে। সিলেটে এখন পর্যন্ত টেস্ট হয়েছে চারটি। বাংলাদেশ জিতেছে একটি এবং হেরেছে বাকি তিনটি। সিলেটে প্রথম ইনিংসে নাজমুল বাহিনীর ১৯১ রানের জবাবে সফরকারীরা করেছিল ২৭৩ রান। দ্বিতীয় ইনিংসে নাজমুলরা ২৫৫ রান করে টার্গেট দিয়েছিল ১৭৪ রানের। সফরকারীরা ৫০.১ ওভারে সেটা টপকে যায় ওপেনার ব্রায়ান বেনেটের ৫৭ ও ৫৪ রানে। দুর্দান্ত বোলিং করে টেস্টসেরা হয়েছেন মুঝারাবানি ৯ উইকেট নিয়ে। সিলেটের আগে ১০ টেস্টে জিম্বাবুয়ে জয়ের মুখ দেখেনি। ৮টি হেরেছে এবং ড্র করেছে দুটি। দলটি সর্বশেষ জিতেছিল ৪ বছর আগে ২০২১ সালে, আবুধাবিতে ১০ উইকেটে হারিয়েছিল আফগানিস্তানকে। এরপর গত চার বছরে আরও ছয়টি সিরিজ খেললেও জয়ের মুখ দেখেনি। জিম্বাবুয়ে এবারের আগে সর্বশেষ বাংলাদেশে এসেছিল ২০২০ সালে। এক টেস্ট ম্যাচের সিরিজটি জিতেছিল টাইগাররা। চলতি বছর নাজমুল বাহিনী প্রথম টেস্ট খেলল এবং ব্যাটিং ব্যর্থতায় হারল একদিন হাতে রেখে। যদিও ম্যাচে ফিরিয়েছিলেন মেহেদি মিরাজের দুর্দান্ত বোলিংয়ে। দুই ইনিংসে ৫টি করে ১০ উইকেট নেন তিনি। তার ঘূর্ণিতে শেষ বিকালে শতভাগ রোমাঞ্চ ছড়ায় টেস্টটি। নাজমুল বাহিনী জয়োৎসব করতে পারেনি তিন ওভারের ব্যবধানে বদলি ফিল্ডার জাকির হাসান ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে দুই দুটি ক্যাচ মিস করে। টাইগাররা হারলেও রেকর্ড বুকে নাম লিখেছেন মেহেদি মিরাজ। সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের পর তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে মেহেদি মিরাজ ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। মিরাজের উইকেট ৫২ টেস্টে ২০০, তাইজুলের ৫২ টেস্টে ২১৯ ও সাকিবের উইকেট ৭১ টেস্টে ২৭৬।
শিরোনাম
- আবারও সক্রিয় স্বপন-আমিন চক্র
- পুতিনের যুদ্ধবিরতি ঘোষণা; স্থায়ী চুক্তি চান ট্রাম্প
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদন আদেশের অপেক্ষায় বাদী
- কলকাতার হোটেলে ভয়াবহ আগুনে ১৪ জনের মৃত্যু
- সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ ব্যবস্থাপনা গড়তে হবে
- হয়রানি ও প্রতারণার বিরুদ্ধে সরকারকে শক্ত হতে হবে
- ঝড়ের আভাস, ১১ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত
- প্রাইজবন্ডের ১১৯তম ‘ড্র’ আজ
- শ্রমিকদের মানবাধিকার নিশ্চিতের দাবি ব্রিটিশ এমপি আফসানার
- ‘মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় আলোচিত নামগুলো কারা?
- আইফোন ১৭-কে টপকে যাবে অ্যান্ড্রয়েড?
- 'একজন যোদ্ধা', ইরফানকে নিয়ে যা বললেন ছেলে বাবিল
- “সবাই খুনি”—সীমা পাহওয়ার বলিউড ত্যাগের নেপথ্য ক্ষোভ
- গাজীপুরে স্বাস্থ্যসেবা টেকসই করতে ওরিয়েন্টেশন সভা
- রেনাটার পৃষ্ঠপোষকতায় ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের মহৎ উদ্যোগ
- ফেনীতে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে স্বর্ণ ও নগদ অর্থ লুট
- বাংলাদেশে আনুষ্ঠানিক অনুমোদন পেল স্টারলিংক
- পরশুরামে সিএনজি চুরির হিড়িক, ঘরের তালা ভেঙে উধাও
- সুবর্ণা, শাওনসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
- ‘অনুমানে দুইয়ে দুইয়ে চার না মেলানোই ভালো’
রোমাঞ্চ ছড়ানো টেস্ট জিতল জিম্বাবুয়ে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর