এক সপ্তাহের চীন সফর শেষে বুধবার রাতে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সফরে জেনারেল ওয়াকার পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থল বাহিনীর পলিটিকাল কমিশনার চ্যান হুইসহ উচ্চপদস্থ চীনা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেনাপ্রধানের আলোচনায় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছিল। আইএসপিআর জানায়, বাংলাদেশের সেনাপ্রধান গত ২২ আগস্ট পিএলএ সদর দপ্তরে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরদিন জেনারেল ওয়াকার চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা শিল্পগোষ্ঠী নরিনকোর প্রেসিডেন্ট চ্যান ডিফ্যাঙ্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি অ্যাকাডেমি অব আর্মড ফোর্সেসের বেইজিং ক্যাম্পাস পরিদর্শন করেন। এর আগে গত ২০ আগস্ট সরকারি সফরে চীন গমন করেন সেনাপ্রধান।