Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ১৫ অক্টোবর, ২০১৬ ০০:২৯

জেনে রাখা ভালো

হঠাৎ মুখ বেঁকে গেলে

হঠাৎ মুখ বেঁকে গেলে

সকালে ঘুম থেকে উঠে মুখ ব্রাশ ও ধোয়ার জন্য বেসিনের আয়নার সামনে দাঁড়িয়ে অবাক, একি! একদিকে চোখ বন্ধ হচ্ছে না, হাঁ করতেই মুখ বেঁকে যাচ্ছে, মুখে পানি নিলে মুখ থেকে পড়ে যাচ্ছে, গাল ফুলাতে পারছেন না, কপাল বা ভ্রূ কুচকাতে পারছেন না, কি হলো? নিশ্চয়ই ঘাবড়ে গেছেন। ঘাবড়ানোর কিছুই নেই। এ ধরনের সমস্যায় যদি কেউ পড়েন, তবে বুঝতে হবে আপনার মুখের নার্ভে এমন কোনো সমস্যা হয়েছে যার ফলে আপনার মুখের মাংসপেশি তার স্বাভাবিক কাজকর্মের ক্ষমতা হারিয়ে ফেলেছে। যাকে ডাক্তারি ভাষায় ফেসিয়াল বা বেল্স পলসি বলে বা মুখ অবশ রোগ নামে খ্যাত। মুখমণ্ডলে সৃষ্টিকর্তা মানুষের সৌন্দর্য ও দৈনন্দিন কাজের সুবিধায় বিভিন্ন অঙ্গ যেমন— মুখ, নাক, চোখ, কপাল, কান ইত্যাদি স্থাপন করেছেন এজন্য যে, এই অঙ্গগুলোর সাহায্যে মানুষ খাওয়া-দাওয়া, কথা বলা, শ্বাস গ্রহণ করা, দেখাশোনার মতো কাজ সম্পন্ন করে। যদিও ফেসিয়াল পলিসির সঠিক কারণ নির্ণয় অনেক ক্ষেত্রেই কঠিন, তবে ফেসিয়াল নার্ভের-ভাইরাস আক্রমণ, অতিরিক্ত ঠাণ্ডা আঘাত, স্ট্রোক, এসব এর কারণ হিসেবে চিহ্নিত করা যায়। এটি স্নায়বিক সমস্যাসৃষ্ট মাংসপেশির অবশতা, তাই এর চিকিৎসার মুখ্য ভূমিকা বা কার্যকর চিকিৎসা হলো ফিজিওথেরাপি। এ চিকিৎসায় সাধারণত ইলেকট্রিক নার্ভ ইস্টিমুলেশনসহ পদ্ধতিগত চিকিৎসা, ব্যায়াম ও বিভিন্ন ম্যাসেজ প্রয়োগ  করা হয়। এছাড়া মনে রাখতে হবে এসব ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় চিকিৎসা নেওয়া উত্তম। অন্যথায় এসব ক্ষেত্রে অনেক জটিলতা বাড়ার আশঙ্কা থাকে।

ডা. মো. সফিউল্লাহ প্রধান চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট

ডিপিআরসি হাসপাতাল, ঢাকা।

 ফোন: ০১৯৮৯০০০২২২


আপনার মন্তব্য