বসুন্ধরা শুভসংঘ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার উদ্যোগে ‘ব্যক্তি জীবনে সাইবার নিরাপত্তার ধারণা ও হুমকি মোকাবিলার উপায়’ বিষয়ক ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বসুন্ধরা শুভসংঘ শাবিপ্রবি শাখার সভাপতি মো. মোফাজ্জল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদাওসী সোনালীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম। আরও উপস্থিত ছিলেন সহসভাপতি শিপ্রা রানী নাথ ও মো. হোসাইন ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা রোকসানা আক্তার ও শেখ সাদনাতুজ জামান রিচি, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান হিমনসহ অন্যরা। সেমিনারে সাইবার সিকিউরিটি সম্পর্কে সম্যক ধারণা ও দৈনন্দিন জীবনে সাইবার নিরাপত্তার প্রয়োজনীয়তা, ব্যবহার এবং ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম সুরক্ষা রাখার নানা কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। ব্যক্তিগত জীবনে তথ্যের অবাধ ব্যবহার এবং অসচেতনতার ফলে হ্যাকাররা কীভাবে ব্যক্তি জীবনকে হুমকির মুখে ফেলে তা দেখানো হয়। এসব সমস্যা মোকাবিলায় প্রযুক্তির নিরাপদ ব্যবহার এবং আইনি সহযোগিতায় করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। সেমিনারে বসুন্ধরা শুভসংঘ শাবিপ্রবি শাখার সভাপতি মো. মোফাজ্জল হক বলেন, তথ্যের অপব্যবহার রুখতে আমাদের সচেতন হতে হবে। সেমিনারে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম বলেন, সাইবার সচেতনতা আর্থিক ক্ষতি প্রতিরোধ করে, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে হুমকিও প্রতিনিয়ত বাড়ছে। তাই নিরাপদ ও বিশ্বস্ত ডিজিটাল সমাজ গড়ে তুলতে সাইবার সিকিউরিটি অপরিহার্য।
শিরোনাম
- জনগণের বিশ্বাস এসব অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত : মির্জা ফখরুল
- সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন
- হঠাৎ বিয়ে করে চমকে দিলেন ‘দঙ্গল’ খ্যাত জায়রা ওয়াসিম
- আমরা যত দ্রুত পারি বিমানবন্দর চালু করব : বিমান উপদেষ্টা
- রিশাদের পাঁচ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয়
- রাজবাড়ীতে বিএনপি সমাবেশ: দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের অঙ্গীকার
- কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ ঢাকাগামী দুই ইন্ডিগো বিমানের
- সলঙ্গায় ডোবার কচুরিপানার নিচ থেকে কঙ্কাল উদ্ধার
- বিমানবন্দর সড়কে তীব্র যানজট
- ‘দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রফেশনাল ইন্সটিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে’
- বিএনপি ক্ষমতায় আসলে হাওরবাসীর উন্নয়ন হবে : আনিসুল হক
- মাদক ও দুর্নীতি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে: অতিরিক্ত আইজি
- ‘ট্যারিফের সমাধান না হলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে’
- আগুন নিয়ন্ত্রণে রোবটের ব্যবহার
- অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ ভরি স্বর্ণসহ ২ কোটি টাকার মালামাল লুট
- সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
- আগুনের ঘটনাস্থল পরিদর্শনে বিমান উপদেষ্টা
- নির্বাচনে যত চ্যালেঞ্জই আসুক, হাসিমুখে সামাল দেব : সিইসি
- অগ্নি নির্বাপণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা
- জুলাই সনদ স্বাক্ষরের পর নির্বাচন হতে বাধা নেই: দুদু
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ
শাবিতে সাইবার নিরাপত্তাবিষয়ক সেমিনার
শাবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর