বিখ্যাত হীরকখণ্ড কোহিনূর নিয়ে একদিনের মধ্যে অবস্থান পাল্টে ফেলেছে ভারত সরকার। দেশটির গণমাধ্যমে বলা হচ্ছে ভারত এখন বলছে, ব্রিটেনের কাছ থেকে কোহিনূর ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপই নেওয়া হবে।
ভারতের সুপ্রিম কোর্টে কোহিনূর হীরা ফেরত আনা সম্পর্কিত এক মামলার শুনানিতে সোমবার দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষে সলিসিটর জেনারেল রণজিৎ কুমার আদালতকে জানান, এটি চুরি হয়নি বা ছিনিয়ে নেওয়া হয়নি। শিখযুদ্ধে সহায়তার জন্য মহারাজা রণজিৎ সিং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোহিনূর হীরা উপহার দেন। ফলে এই হীরা দাবি করা ভারতের উচিৎ হবে না।
কিন্তু মঙ্গলবার ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আইনজীবী রণজিৎ কুমারের যে বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তাতে সরকারের মত প্রতিফলিত হয়নি। বন্ধুত্বপূর্ণ উপায়ে কোহিনূর ফিরিয়ে আনতে সরকারের সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।
বিবৃতিতে রণজিৎ কুমারের মন্তব্য সম্পর্কে দাবি করা হয়, সলিসিটর জেনারেলের ওই বক্তব্য কোহিনূর হাতছাড়া হওয়ার মৌখিক ইতিহাস; ভারত সরকারের অবস্থান নয়।
প্রসঙ্গত, ১৮৪৯ সালে ভারত থেকে কোহিনূর হীরাটি নিয়ে যায় ব্রিটেন। শুধু কোহিনূরই নয়, মহীশূরের শাসক টিপু সুলতানের তলোয়ার ও আংটিসহ অনেক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ও মূল্যবান বস্তু ভারত থেকে নিয়ে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বর্তমানে ব্রিটেনের রানীর মুকুটে বসানো রয়েছে বিশ্বের সবচেয়ে উজ্জ্বল এই হীরাটি।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৬/মাহবুব