স্বাস্থ্য নিয়ে তর্ক-বিতর্কে এবার রিপালিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পই জিতে যাবেন বলে মনে হচ্ছে। কারণ তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন পানিশূণ্যতা ও নিউমোনিয়ায় ভুগছেন। শুক্রবার তার নিউমোনিয়া ধরা পড়ে। কিন্তু এ খবর গণমাধ্যমে আসতে দেয়নি হিলারির নির্বাচনী প্রচারণা শিবির।
রবিবার বিকেলে নিউইয়র্কে ৯/১১ হামলায় নিহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন হিলারি। পরে অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় হাঁড়ির আসল খবর ফাঁস হয়। গাড়ির জন্য হিলারি অপেক্ষা করেছিলেন। গাড়ি আসার পর উঠতে গিয়ে পাঁ কেঁপে ওঠে। প্রায় পড়েই যাচ্ছিলেন। পরে তাকে ঘিরে থাকা নিরাপত্তাকর্মীরা এগিয়ে আসেন। তিন /চার জনের সাহায্য নিয়ে হিলারি পরে গাড়িতে তোলেন।
এরপরই হিলারির চিকিৎসক জানান, নিউমোনিয়া ও পানিশূণ্যতায় ভুগছেন হিলারি। এজন্য তিনি অ্যান্টিবায়োটিকও নিয়েছেন। হিলারিক বিশ্রামেরও পরামর্শ দেয়া হয়েছিল।
নিজের স্বাস্থ্য অবস্থা নিয়ে লুকোচুরি করায় এখন বেশ সমালোচনার মুখে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি। কেউ কেউ একদম ধুয়ে দিয়েছেন হিলারিকে। তাদের বক্তব্য, হেন কোনো বিষয় নেই, যা নিয়ে হিলারি মিথ্যা বলেননি।
আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ হবে। সূত্র : আল জাজিরা
বিডি প্রতিদিন/১২ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা