কাশ্মীরের ১০ জেলার মঙ্গলবার কারফিউ জারি করেছে প্রশাসন। ফলে ঈদের দিনও ঘরবন্দী জীবনযাপন করতে হচ্ছে কাশ্মিরীদের। ঈদের দিন স্বাভাবিকভাবেই প্রাণচঞ্চল হয়ে ওঠা কাশ্মীরে এখন ভুতুড়ে পরিবেশ। রাস্তাঘাট, হাঁট বাজার জনশূণ্য।
মঙ্গলবার সকালেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন এক ব্যক্তি। কাশ্মীরের ইতিহাসে প্রথমবারের মতো বিখ্যাত হজরতবলে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। সবাইকে বাধ্য হয়ে স্থানীয় মসজিদেই আদায় করতে হয়েছে ঈদের জামাত।
গত দুই মাস ধরেই কাশ্মীরে সহিংস পরিস্থিতি বিরাজ করছে। সহিংসতায় কমপক্ষে ৮০ জন মানুষ নিহত হয়েছেন। সংঘর্ষে ১০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এখনো পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ বাঁধার ঘটনা প্রতিদিন ঘটছে। সূত্র : এনডিটিভি
বিডি প্রতিদিন/১৩ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা