আড়াই মাস আগে ব্রেক্সিট ভোটে হেরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আসন ছাড়ার পর ডেভিড ক্যামেরন এবার এমপি পদও ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ঘোষণাকে ক্যামরনের রাজননৈতিক জীবনের ‘ইতি’ বলে মন্তব্য করেছে বিবিসি।
তিনি নতুন প্রধানমন্ত্রী তেরিজা মে’র জন্য ‘বিঘ্ন’ সৃষ্টি করতে চান না বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন, কনজারভেটিভ পার্টির নেতাকে উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়।
৪৯ বছর বয়সী যুক্তরাজ্যের এই সাংসদ বলেন, তার উত্তরসূরি ‘একটি দারুণ সূচনা করেছেন’। ক্যামেরনের পদত্যাগের ফলে তার উইটনি অক্সফোর্ডশায়ার আসনে এখন উপনির্বাচন হবে। ক্যামেরন ২০০১ সাল থেকে উইটনি থেকে কনজারভেটিভ পার্টির এমপি হয়ে আসছেন। দলের প্রধান নির্বাচিত হন ২০০৫ সালে। প্রধানমন্ত্রী নির্বাচিত হন ২০১০ সালে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার