আফগানিস্তানে গুলিতে দুই মার্কিন সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই সৈন্য। দেশটির কুন্দুজ প্রদেশের একটি এলাকায় আফগান বাহিনীর সঙ্গে যৌথভাবে তালিবান প্রতিরোধ মিশনে দায়িত্ব পালনকালে বৃহস্পতিবার (৩ নভেম্বর) তারা নিহত হন।
আফগানিস্তানে নিযুক্ত মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল জন ডব্লিউ নিকোলসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়।
নিকোলসন এক বিবৃতিতে বলেন, এই ক্ষতি আমাদের জন্য দুঃখের। আমরা নিহত সৈন্যদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/১৩