নির্মমতার শেষ সীমাও পার করে ফেলেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে আইএস। সেখানে দেখা গেছে, জঙ্গীদের ছুরিকাঘাত করা হচ্ছে, গুলি করা হচ্ছে। ভীতি ছড়িয়ে দিতে দিনের আলোতে জনসমক্ষেই এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে আইএস। খবর ডেইলি মেইলের।
একেক বন্দীকে একেকভাবে হত্যা করা হচ্ছে। কারো বুকে ছুরি বসিয়ে দেয়া হচ্ছে। কাউকে খুব কাছ থেকে গুলি করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে শিশুদের দিয়েও গুলি করাচ্ছে আইএস। সিরিয়া এবং ইরাকে নিজেদের অধিকৃত এলাকায় আইএস যেসব হত্যাকাণ্ড চালিয়েছে তারই সমন্বিত রূপ এই ভিডিও।
হত্যা করার আগে বন্দীদের চোখ বেঁধে দেয়া হয়। কখনো চোখ খোলা রেখেই হাঁটুর ওপর বসিয়ে দিয়ে পেছন থেকে গুলি করা হচ্ছে। কখনো শহরের মোড়ে ক্রুশে আটকে দিয়ে গুলি করা হচ্ছে। কাউকে কাউকে ছুরিকাঘাত করা হচ্ছে। এটা এখনো স্পষ্ট নয় কখন এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তবে ভিডিওতে দেখানো সব হত্যার ঘটনা সাম্প্রতিক নয় বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সময়ে চালানো বর্বরতম হত্যাকাগুলোর চিত্র শ্যুট করে একটি ভিডিও নির্মাণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩ নভেম্বর, ২০১৬/ফারজানা-১৬